পূর্ব বর্ধমান : অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পর দলের নির্দেশে পদত্যাগ করেছেন দাইহাট পুরসভার পুরপ্রধান শিশির মন্ডল। তাঁর পদত্যাগের পরই বৈঠকে বসল জেলা তৃণমূল নেতৃত্ব। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে বৈঠক বসেছে বলে সূত্রের খবর। পরবর্তী পুর প্রধান কে হবেন, তা নিয়েই মূলত বৈঠক বসে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার সব কাউন্সির, উপস্থিত ছিলেন শিশির মন্ডল নিজেও। তিনি জানিয়েছেন, দাইহাটবাসীর স্বার্থে নতুন পুরপ্রধানকে পূর্ণ সমর্থন করবেন তিনি।
শুক্রবার দাইহাটের পুরপ্রধান পদে ইস্তফা দেন শিশির মন্ডল। তাঁর পদত্যাগের পাঁচ ঘণ্টার মধ্যেই ফের রাজ্য তৃণমূলের নির্দেশে ১৪ জন পুর কাউন্সিলরকে নিয়ে বৈঠক ডাকেন পূর্ব বর্ধমান তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সম্ভাব্য পরবর্তী দাইহাট পুরপ্রধান হতে পারেন কাউন্সিলর প্রদীপ রায়।
তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দলের নির্দেশে পদত্যাগ করেছেন শিশির। তাঁর জায়গায় নতুন পুর প্রধান নিয়োগ করতে হবে। কাউন্সিলরদের তাই মতামত দিতে বলা হয়েছিল। বেশির ভাগ কাউন্সিলরই প্রদীপ রায়ের কথা বলেছেন। সেই নাম পাঠানো হবে শীর্ষ নেতৃত্বের কাছে। তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
চাকরি পেতে এক তরুণীকে কুরুচিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল শিশির কুমার মণ্ডলের বিরুদ্ধে। তবে সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। পুরপ্রধান শিশির কুমার মণ্ডল দাবি করেন, পুরো ঘটনাই সাজানো। যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তিনি। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিশির মণ্ডল পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন। শুক্রবার দুপুর ১২ টার মধ্যে তাঁকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো দুপুর ১২টার আগেই শিশির মন্ডল পদত্যাগ পত্র জমা দেন কাটোয়া মহকুমা শাসকের দফতরে। শিশির মণ্ডল জানিয়েছেন, দল যা সিদ্ধান্ত নেবে, সেই নির্দেশ তিনি মাথা পেতে নেবেন। নিজেকে দলের ‘অনুগত সৈনিক’ হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি।