মঙ্গলকোট: মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার ঠোঁটে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মহিসার ঠোঁট কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার পরই গৃহবধূর চিৎকারে ছুটে আসে পাড়াপড়শিরা। তাঁরা এসে আটক করেন অভিযুক্ত মদ্যপ যুবককে। তার পর ধরে চলে বেধড়ক গণপ্রহার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ গণপ্রহারের হাত থেকে যুবককে উদ্ধার করে নিয়ে আসে থানায়। এর পর জখম গৃহবধূকে ভর্তি করা হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। গণপ্রহারে আহত যুবককেও ভর্তি করানো হয় একই স্বাস্থ্য কেন্দ্রে। পূর্ব বর্ধমান জেলায় মঙ্গলকোটের মোশগড়িয়া গ্রামের শুক্রবার রাতে ঘটেছে এই ঘটনা। শনিবার যুবকের নামে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের জখম গৃহবধূর পরিবারের লোকেরা।
জানা গিয়েছে, শুক্রবার রাতে কেউ বাড়িতে না থাকার সুযোগে, অভিযুক্ত প্রতিবেশী যুবক কানু ধারা গভীর রাত্রে গৃহবধূর বাড়িতে মদ্যপ অবস্থায় হানা দেয়। অভিযোগ, সে সময় গৃহবধূকে নানান অশালীন কথাবার্তা বলেন। তারই প্রতিবাদ করেন গৃহবধূ রুপা ধারা। অভিযোগ, সে সময় আচমকাই কানু গৃহবধূর ওপর ঝাঁপিয়ে পড়ে তার ঠোঁটে কামড় বসিয়ে দেন মত্ত যুবক। এতেই ছিঁড়ে যায় ঠোঁটের বেশ কিছুটা অংশ। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা অভিযুক্তকে ধরে ফেলে বেদম মারধর করে।
ঘটনা নিয়ে জখম গৃহবধূ বলেছেন, “মদ খেয়ে আমাদের বাড়িতে এসে উল্টোপাল্টা কথা বলছিল। তার পর আমার বুক খামচে ধরে, ঠোঁটে কামড়ে দেয়। আমাদের বাড়ির কাছেই ওর বাড়ি।” যদি অভিযুক্ত যুবক এই কাণ্ড নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। অসংলগ্ন কথাবার্তা বলছিলেন তিনি।