AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalna: কচুপাতার উপর থেকে উদ্ধার একদিনের শিশু, দত্তক নিতে হাতজোড় করছেন উদ্ধারকারী

Kalna: স্থানীয় বাসিন্দাদের অনুমান, সোমবার রাতের অন্ধকারে সদ্যজাত শিশু পুত্রটিকে রাস্তার ধারে রেখে উধাও হয়ে গিয়েছে পরিবারের লোকজন। শ্রীমন্ত প্রামাণিক বলছেন, “বাচ্চাটিকে কে ফেলে দিয়ে গিয়েছে আমরা জানি না।”

Kalna: কচুপাতার উপর থেকে উদ্ধার একদিনের শিশু, দত্তক নিতে হাতজোড় করছেন উদ্ধারকারী
কী বলছেন উদ্ধারকারী? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 12, 2025 | 7:51 PM
Share

কালনা: কয়েকদিন আগেই বালি ব্রিজের নিচে ডাস্টবিন থেকে উদ্ধার হয়েছিল এক সদ্যজাত। টোটো চালকের তৎপরতায় বাঁচে প্রাণ। এবার কালনা! রাতের অন্ধকারে কচু পাতার উপর শোয়ানো অবস্থায় উদ্ধার হল এক সদ্যজাত। শিশুটির কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন এলাকার লোকজন। আসেন পথচলতি কিছু মানুষও। শেষে এলাকার বাসিন্দা শ্রীমন্ত প্রামাণিক শিশুটিকে উদ্ধার করে কালনা হাসপাতালের বেশ কিছু লোকজনের সঙ্গে যোগাযোগ করেন। একইসঙ্গে এক সিভিক ভলান্টিয়ারের সঙ্গেও যোগাযোগ করেন। 

সোমবার রাতে উদ্ধার করা হয়েছিল শিশুটিকে। রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। কালনা মহকুমা হাসপাতালের সহকারি সুপার গৌতম বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ডাক্তারদের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে শিশুটির বয়স মাত্র একদিন হতে পারে। সবরকমভাবে ট্রিটমেন্ট হচ্ছে হাসপাতালের SNCU-তে রেখে। বাচ্চাটি এখন বিপদমুক্ত।  

স্থানীয় বাসিন্দাদের অনুমান, সোমবার রাতের অন্ধকারে সদ্যজাত শিশু পুত্রটিকে রাস্তার ধারে রেখে উধাও হয়ে গিয়েছে পরিবারের লোকজন। শ্রীমন্ত প্রামাণিক বলছেন, “বাচ্চাটিকে কে ফেলে দিয়ে গিয়েছে আমরা জানি না। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ বাচ্চাটিকে যখন উদ্ধার করি তখন খুবই অসুস্থ অবস্থায় ছিল। আমরা বাচ্চাটিকে দত্তক নিতে চাই। সমস্ত রকম আইন মেনে আমার দিদিকে দিতে চাই বাচ্চাটিকে। সরকারের কাছে সেই আবেদন জানাচ্ছি।” অন্যদিকে খবর কানে গিয়েছে কালনা থানার পুলিশের কাছেও। পুলিশ সূত্রে জানা যাচ্ছে সব রকম জায়গায় বাচ্চাটির সন্ধানের জন্য মেসেজ পাঠানো হয়েছে।