বর্ধমান: বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। প্রেমিককে মারধর করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। ঘটনার জেরে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেল হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৭অগস্ট! বুধবার বর্ধমানের একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন ওই নির্যাতিতা। তিনি বিশেষভাবে সক্ষম।
অভিযোগ, সে সময়ে ওই তিনজন গিয়ে তাদের ঘিরে ধরেন। অভিযোগ, ‘আপত্তিকর’ অবস্থায় ওই যুগলকে পাওয়া গেছে, এই অজুহাতে তাঁদের কাছে টাকার দাবি করতে থাকে দুস্কৃতীরা। তাঁদের কাছে টাকা না থাকায়, তরুণীকে নিগ্রহের চেষ্টা করে বলে অভিযোগ। ছেলেটি বাধা দিতে গেলে তাঁকেও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তখন ওই তরুণীকে তিন জনে ধর্ষণ করে বলে অভিযোগ।
পরে আতঙ্কে চুপ করে যান নির্যাতিতা। পরে ভয় কাটিয়ে বাবা মাকে সঙ্গে নিয়ে বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ এবং তোলাবাজির অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ পেয়ে পুলিশ তিন অভিযুক্তকে শক্তিগড় থেকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে মেয়েটির জবানবন্দি এবং মেডিক্যাল টেস্ট করা হয়েছে।
পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, ঘটনাটি ৭ তারিখের হলেও ১০ তারিখ অভিযোগ হয়েছে। মহিলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ করে।