Murder: ধারাল বটি দিয়ে মায়ের গলা কেটে দিল বড় ছেলে!

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 13, 2024 | 3:09 PM

Murder: পরিবার সূত্রে খবর, হদিদাসী দেবী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর তিন স্বামী ও ছেলে তাঁকে দেখভাল করতেন। সোমবার বাড়িতে মৃতার স্বামী ছাড়া আর কেউ ছিল না। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ধারাল বটি দিয়ে মহিলার গলায় আঘাত করে। রক্তাক্ত বটি দেখে সন্দেহ হয় তাঁর বাবার।

Murder: ধারাল বটি দিয়ে মায়ের গলা কেটে দিল বড় ছেলে!
বর্ধমানে খুন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ভাতার: ভয়াবহ কাণ্ড ঘটাল ছেলে। অসুস্থ বৃদ্ধা মাকে ধারাল বটি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। নিহত মহিলার নাম হরিদাসী হাসদা (৬৫)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের কুরুম্বা গ্ৰামে। অভিযুক্ত ছেলেকে গ্ৰেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মটরা হাসদা। মঙ্গলবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়।

পরিবার সূত্রে খবর, হদিদাসী দেবী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর তিন স্বামী ও ছেলে তাঁকে দেখভাল করতেন। সোমবার বাড়িতে মৃতার স্বামী ছাড়া আর কেউ ছিল না। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ধারাল বটি দিয়ে মহিলার গলায় আঘাত করে। রক্তাক্ত বটি দেখে সন্দেহ হয় তাঁর বাবার।এরপরই বাড়ি গিয়ে দেখেন হরিদাসী হাসদার রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। তড়িঘড়ি বৃদ্ধাকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে এবং মঙ্গলবার দেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠায়। মাকে খুনের অভিযোগে গ্ৰেফতার করা হয় অভিযুক্ত ছেলে মটরাকে। পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।

নিহতের মেজ ছেলে বাচ্চু হাঁসদার বলেন, “দাদা বেশ কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। গ্ৰামের পুজোয় নেশা করে হইতো এই ঘটনা ঘটিয়েছে। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।”

 

 

 

 

 

 

Next Article