TMC-BJP poster: তৃণমূলি শ্বশুরের জামাই করেন বিজেপি, রাস্তা জুড়ে পড়ল পোস্টার

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 31, 2022 | 5:05 PM

TMC-BJP poster: শনিবার সকালে ভাতার বাজার, কৃষকবাজার সহ বিভিন্ন জায়গায় পোস্টার চোখে পড়ে স্থানীয়দের।

TMC-BJP poster: তৃণমূলি শ্বশুরের জামাই করেন বিজেপি, রাস্তা জুড়ে পড়ল পোস্টার
এই সেই পোস্টার

Follow Us

পূর্ব বর্ধমান: বছর দেড়েক আগে ভাতারের বিজেপি নেতা সৌমেন কার্ফার বিয়ে হয় এলাকারই তৃণমূল কংগ্রেসের নেতা জয়ন্ত হাটির মেয়ের সঙ্গে। জয়ন্ত হাটি সদ্য ঘোষিত ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। পাশাপাশি তিনি ভাতার পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ পদে আছেন।

তৃণমূল নেতা শ্বশুরের জামাই বিজেপি নেতা। আর তাতেই আপত্তি!বছর শেষে তাই পড়ল পোস্টার। অবিলম্বে বিজেপির দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হোক, এমনই দাবি উঠল বর্ধমানের ভাতারে। জামাই আর শ্বশুরের ছবি দিয়ে পোস্টার পড়ল পূর্ব বর্ধমান জেলার ভাতারে।

শনিবার সকালে ভাতার বাজার, কৃষকবাজার সহ বিভিন্ন জায়গায় পোস্টার চোখে পড়ে স্থানীয়দের। পোস্টারে পাশাপাশি শ্বশুর জয়ন্ত হাটি ও জামাই সৌমেন কার্ফার সাদা কালো ছবি আছে। পোস্টারে উল্লেখ করা হয়েছে, সিপিএম থেকে বহিষ্কৃত সৌমেন কার্ফা ২০২১ সালে বিজেপিতে যোগদান করেন। কিছুদিন বিজেপির কলেজ সেলের দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে বিজেপির সাংগঠনিক জেলার যুবমোর্চার অবজারভার পদে রয়েছেন। তাঁর শ্বশুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও ব্লক তৃণমূল কমিটির সম্পাদক। এমতাবস্থায় সৌমেনকে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হোক, বিজেপি জেলা ও রাজ্য কমিটির কাছে এমনই আর্জি জানিয়ে এই পোস্টার দেওয়া হয়েছে।

স্থানীয় বিজেপি নেতা রাজকুমার হাজরা বলেন, ‘সৌমেন কার্ফা বিজেপির পুরনো নেতৃত্বকে সম্মান করে না। শুনেছি আগে সৌমেন সিপিএম করতেন, সেখানেও একই ভাবে দলের নেতৃত্বকে সম্মান করতেন না। তাই তাঁকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তাঁর শ্বশুর এখানকার তৃণমূল কংগ্রেসের নেতা।’ দলের গোপন বিষয় বা আলোচনা বাইরে চলে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তবে পোস্টার নিয়ে মোটেই আগ্রহ নেই শ্বশুর তথা তৃণমূল নেতা জয়ন্ত হাটির। তিনি বলেন, ‘কোথায় কী পড়েছে তা আমি জানি না। তাছাড়া আমাদের এখন ওসব দেখার সময় নেই। সামনেই পঞ্চায়েত ভোট। তাই নিয়েই আমরা ব্যস্ত।’ অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক শান্তনু কোনার বলেন, ‘পোস্টারের লেখা দেখে মনে হচ্ছে এটা বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর জামাই ও শ্বশুর অন্য দল করতেই পারে।’ এই বিষয়ে বর্ধমান সাংগঠনিক যুব মোর্চার অবজারভার সৌমেন কার্ফার সঙ্গে যোগাযোগ করা যায় নি।

Next Article