Khagragarh TMC Clash: ‘কেউ কাজ করেন, কেউ করেন ঈর্ষা’, লাঠালাঠি শাসকদলেরই দু’পক্ষের মধ্যে

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 29, 2023 | 10:46 AM

Khagragarh TMC Clash: দলের টিকিট কে পাবেন, তা নিয়েই মূলত দুপক্ষের মধ্যে সংঘর্ষ। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন।

Khagragarh TMC Clash: কেউ কাজ করেন, কেউ করেন ঈর্ষা, লাঠালাঠি শাসকদলেরই দুপক্ষের মধ্যে
খাগড়াগড়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের পর এলাকায় পুলিশ

Follow Us

পূর্ব বর্ধমান: শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে (TMC Inner Clash) উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের খাগড়াগড় (Khagragarh)। ঘটনায় এলাকার পঞ্চায়েত সদস্য-সহ দু’পক্ষের তিন চার জন আহত হয়েছেন। তাঁদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত এক বছরে এলাকা দখলকে কেন্দ্র করে বারে বারে অশান্তি হয়েছে খাগড়াগড়ে। তবে বেশ কয়েকদিন এলাকা শান্ত ছিল বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। শনিবার সন্ধ্যায় নতুন করে তৃণমূল বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে ফের সংঘর্ষ বাধে। দুই গোষ্ঠীর সদস্যরাই এলাকায় তৃণমূল কর্মী সমর্থক বলে পরিচিত। জানা যাচ্ছে, শেখ ইনসান ও শেখ ফিরোজ নামে দুই ব্যক্তির মধ্যে মূলত বিবাদ। শেখ ফিরোজ সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের সদস্য। সামনেই পঞ্চায়েত নির্বাচন। দলের টিকিট কে পাবেন, তা নিয়েই মূলত দুপক্ষের মধ্যে সংঘর্ষ। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। সংঘর্ষে আহত হয়েছেন শেখ ফিরোজ ও শেখ ইনসান দু’জনেই।

আহত শেখ ফিরোজের দাবি, এলাকার কয়েকজন দুষ্কৃতী তাঁকে রাস্তায় ফেলে মারধর করে। তারা এলাকায় অশান্তি পাকানোর জন্য হামলা করছে বলে অভিযোগ। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা আহমেদ আলি মণ্ডলের দাবি, এলাকার পঞ্চায়েত সদস্য সেখ ফিরোজ কোনও উন্নয়ন মূলক কাজ করেন না। এলাকায় তাঁরাই উন্নয়ন মূলক কাজকর্ম করে থাকেন। তাতে তাঁর ঈর্ষা হয়। অভিযোগ, আর সেই জন্য এলাকার তৃণমূল কর্মী শেখ ইনসানের ওপর হামলা চালিয়েছে শেখ ফিরোজের দলবল। জেলা তৃনমুল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে দেখছি। যে এলাকায় অশান্তি করবে, প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।”  থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Next Article