Purbo Burdwan: ফাঁকা বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার

Manatosh Podder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 23, 2024 | 2:23 PM

Purbo Burdwan: শুক্রবার বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। সেই সময় জোর করে অভিযুক্ত যুবক তার বাড়িতে ঢোকে। তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।

Purbo Burdwan: ফাঁকা বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার
গ্রেফতার অভিযুক্ত
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব বর্ধমান:  এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খণ্ডঘোষ থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। সেই সময় জোর করে অভিযুক্ত যুবক তার বাড়িতে ঢোকে। তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। নাবালিকার বাড়ি গ্রামের শেষ প্রান্তে মাঠের পাশে হওয়ায় সেই সময় বাড়িতে কেউ ছিল না, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত যুবক নাবালিকার বাড়িতে জোর করে ঢোকে ।

নাবালিকার চিৎকার শুনে গ্রামবাসীরা  তাকে উদ্ধার করে যান। পাড়া প্রতিবেশীদের দেখেই অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করেন। গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। পরে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাকে আদালতে পেশ করা হয়।

Next Article
Purbo Burdwan: হোয়াটস অ্যাপে অশ্লীল ছবি পাঠিয়ে পাড়ার ‘দাদা’র ব্ল্যাকমেল, আত্মঘাতী সপ্তম শ্রেণির পড়ুয়া
Burdwan: ডাকাতির ছক ছিল, তার আগেই পুলিশের জালে বামাল দুষ্কৃতী