বর্ধমান: ফের শ্লীলতাহানির অভিযোগ পূর্ব বর্ধমানে। এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বহুরূপী সাজা ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বহুরূপী সেজে গ্রামে গ্রামে ঘুরে টাকা রোজগার করাই পেশা ওই ব্যক্তির। আর বহুরূপী সেজে বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে এক কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় গ্রামবাসীরা ওই বহুরূপীকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। কিশোরীর পরিবারের পক্ষ সন্ধ্যায় আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে ধৃতের বাড়ি বীরভূমের বোলপুরে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ গ্রামে ওই বহুরূপী যান। তখন একটি পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে দু-পাঁচ টাকা করে সংগ্রহ করছিলেন। অভিযোগ, একটি বাড়িতে গিয়ে বছর ষোলোর ওই কিশোরীর সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলে ওই বহুরূপী। কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ।