Raju Jha Murder Case: রাজু ঝা খুনে গ্রেফতার আরও দুই, অপরাধ কবুল অভিযুক্তদের

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 29, 2023 | 7:38 AM

Raju Jha Murder Case: মুকেশ ও পবন খুনে জড়িত থাকার কথা কবুল করেছে বলে সিটের দাবি। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি নাম পাওয়া গিয়েছে বলে সিট সূত্রে জানা গিয়েছে।

Raju Jha Murder Case: রাজু ঝা খুনে গ্রেফতার আরও দুই, অপরাধ কবুল অভিযুক্তদের
রাজু ঝা হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ

Follow Us

বর্ধমান: সিটের বড় সাফল্য। রাজু ঝা খুনে গ্রেফতার দু’জন। ধৃতদের নাম মুকেশ কুমার ও পবন কুমার। এদের মধ্যে মুকেশের বাড়ি বিহারের বৈশালী জেলার মথুরাচকে। পবন কুমার থাকেন বৈশালীরই জুলুয়ারপুর এলাকায়। সোমবার তদন্তকারীরা বৈশালী থেকেই পবনকে গ্রেফতার করে। তবে মুকেশ আবগারি সংক্রান্ত একটি মামলায় ৭ এপ্রিল গ্রেফতার হয়ে বৈশালীর জেলে ছিল। এই খবর হাতে আসার পর সিটের তদন্তকারী আবেদন করেন যাতে বৈশালীর জেলে গিয়েই অভিযুক্তকে জিজ্ঞাবাদ করতে পারেন।

সেই আবেদন বর্ধমানের সিজিএম আদালত মঞ্জুর করেন। মুকেশ ও পবন খুনে জড়িত থাকার কথা কবুল করেছে বলে সিটের দাবি। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি নাম পাওয়া গিয়েছে বলে সিট সূত্রে জানা গিয়েছে। গ্রেফতারের দিনই ধৃতদের বৈশালী হাজিপুর সিজিএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃত দু’জনকে বর্ধমানে আনার কথা জানিয়ে ২ দিনের ট্রানজিট রিমাণ্ডের আবেদন জানায় সিট। সেই আবেদন মঞ্জুর করে বৈশালী হাজিপুর আদালতের সিজিএম। ধৃতদের ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়।

এরপর বুধবার অভিযুক্তদের বর্ধমান সিজিএম আদালতে তোলা হয়। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সিটের তরফ থেকে ধৃতদের শনাক্তকরণের জন্য টিআই প্যারেডের আবেদন জানায়। সেই আবেদন মঞ্জুর হয়েছে। আগামী ১ জুলাই বর্ধমান সংশোধনাগারে চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টিআই প্যারেড হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক। মুকেশের একটি মোবাইল সিট বাজেয়াপ্ত করেছে।

সিট সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রাজু ঝা খুনের বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেন অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। খুনের ঘটনার পর থেকে এই পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করল সিট। এ দিকে, সিবিআই আদালতে রাজু খুনের সঙ্গে গরু ও কয়লা পাচারের যোগ রয়েছে বলে দাবি করেছে। এর প্রেক্ষিতে আগামী ৩০ জুন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হলফনামা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে।

 

 

Next Article