Renu Khatun: কৃত্রিম হাত পাবেন কেতুগ্রামের রেণু, খুশির মাঝেই অভিযুক্তরা জামিন পাওয়ায় আতঙ্কিত

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 27, 2022 | 11:44 PM

পূর্ব বর্ধমান জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে কৃত্রিম হাত লাগানো হবে বলে জানিয়েছেন সভাধিপতি শম্পা ধাড়া।

Renu Khatun: কৃত্রিম হাত পাবেন কেতুগ্রামের রেণু, খুশির মাঝেই অভিযুক্তরা জামিন পাওয়ায় আতঙ্কিত
রেণু খাতুন

Follow Us

বর্ধমান: কেতুগ্রামের নির্যাতিতা রেণু খাতুনকে কৃত্রিম হাত দেওয়ারক কথা ঘোষণা করল পূর্ব বর্ধমান জেলা পরিষদ। পূর্ব বর্ধমান জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে কৃত্রিম হাত লাগানো হবে বলে জানিয়েছেন সভাধিপতি শম্পা ধাড়া। জেলা পরিষদের ঘোষণায় রেণু খুশি হলেও অন্য একটি খবরে চিন্তিত হয়ে পড়েছেন তিনি। রেণু খাতুনের হাত কাটায় অভিযুক্ত তিন জন জামিন পেয়েছেন। জামিন পেয়ে তাঁরা ফের হামলা চালাতে পারে। এই চিন্তায় ফের আতঙ্কিত হয়েছেন রেণু খাতুন। অভিযুক্তরা জামিন পাওয়ায় নিজের বিস্ময়ও গোপন করেননি তিনি।

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের গৃহবধূ রেণু খাতুনের ডান হাতের কব্জি থেকে বাদ দেওয়ার পর তাঁর জন্য কৃত্রিম হাতের উদ্যোগ নেয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি। সমিতির চেয়ারম্যান মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তার পরেই এর জন্য সমস্ত ব্যয় পূর্ব বর্ধমান জেলা পরিষদ বহন করবে বলে জানিয়ে দেন জেলা সভাধিপতি শম্পা ধাড়া।

উল্লেখ্য, কেতুগ্রামের কোজলসা গ্রামের গৃহবধু রেণু খাতুন নার্সিং-এ চাকরি পেয়েছিলেন। সেই চাকরি করতে দিতে রাজি ছিলেন না রেণুর স্বামী সেখ সরিফুল ওরফে সিরাজ। ৪ জুন রেণুর ডান হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী সেখ সরিফুলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা রাজ্য জুড়ে। এর পরই মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে নার্সিং-এ চাকরিতে যোগ দেন রেণু। বর্তমানে রেণু খাতুন নার্সিং কলেজে কর্মরত।

রোগী কল্যাণ সমিতি ও পূর্ববর্ধমান জেলা পরিষদের এই উদ্যোগে খুশি রেনু খাতুন। তিনি বলেছেন, “সকলকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এর ফলে আগামীদিনে আমার কাজ করতে অনেক সুবিধা হবে।“ তবে অভিযুক্ত জামিনের খবরের ব্যাপারে রেণু বলেছেন, “অভিযুক্তদের আটক রেখে যাতে বিচারের ব্যবস্থা করা হয তাহলে ভাল হবে। ওরা ছাড়া পাওয়ায় আমার ভয় হচ্ছে, আমার উপর হামলা করা হতে পারে।”

অন্যদিকে সভাধিপতি শম্পা ধাড়া বলেছেন, “রেণুর লড়াইকে কুর্ণিশ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেকেই তাঁর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই রেণুকে সরকারি চাকরিও দেওয়া হয়েছে। যেহেতু তার ডান হাত নিয়েই সমস্যা, তাই তাঁর নানাবিধ অসুবিধায় হচ্ছিল। সেই জন্য কৃত্রিম হাতের ব্যবস্থা করা হয়েছে।“

Next Article