Satabdi Roy: ‘ফালতু কথা বলবেন না…আপনাকে বলতে হবে ওরা আবেদন করেছে, বিক্ষোভ দেখায়নি’,সংবাদিকদের উপর বেজায় চটলেন শতাব্দী

Satabdi Roy: বস্তুত, বীরভূমে বেশ কয়েকটি জায়গায় প্রচারে বেড়িয়ে এলাকার অনুন্নয়নের নিয়ে তাঁকে ঘিরে অভাব-অভিযোগ জানান এলাকার মানুষজন। রামপুরহাটের খরবোনা গ্রামের নির্বাচনী কর্মীসভায় দলের কর্মীরাও এলাকার পানীয় জলের দাবিতে সরব হয়েছিলেন।

Satabdi Roy: 'ফালতু কথা বলবেন না...আপনাকে বলতে হবে ওরা আবেদন করেছে, বিক্ষোভ দেখায়নি',সংবাদিকদের উপর বেজায় চটলেন শতাব্দী
শতাব্দী রায়, তৃণমূল প্রার্থী Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2024 | 5:16 PM

সাঁইথিয়া: ‘আবেদন না বিক্ষোভ’, ‘কেন বললেন বিক্ষোভ?’ ‘ওরা বলছে আবেদন’, ‘আপনি কেন বললেন বিক্ষোভ?’ ঠিক এই ভাবেই মেজাজ হারাতে দেখা গেল বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। কার্যত সংবাদ মাধ্যমের সামনে সরব হতে দেখা গেল বিদায়ী সাংসদকে। ঘটনাটি বীরভূমের বাতাসপুর গ্রামের।

ভোটের প্রচারে সোমবার ওই এলাকায় যান শতাব্দী রায়। সেই সময় এলাকার বাসিন্দারা তাঁদের অভাব অভিযোগের কথা জানান। ঘটনাস্থলে থাকা সংবাদ মাধ্যমের কর্মীরা গ্রামবাসীদের কাছে প্রশ্ন করলে তৃণমূল প্রার্থী তাদের প্রশ্নের বিরোধিতা করেন। শতাব্দীর দাবি, সংবাদ মাধ্যমের কর্মীরা সঠিক প্রশ্ন করেননি। এলাকার বাসিন্দাদের কাছে কেন গাড়ি আটকে বিক্ষোভ করলেন এই প্রশ্ন না করে সাংবাদিকদের প্রশ্ন করা উচিত ছিল কী কী আবেদন করলেন এটিই মনে করেন শতাব্দী।

তৃণমূল প্রার্থী বলেন, “একদম ফালতু কথা বলবেন না।” তারপর শতাব্দী গ্রামবাসীদের প্রশ্ন করেন, “আপনারা আবেদন করলেন না বিক্ষোভ দেখালেন।” গ্রামের মহিলারা বলেন, “আবেদন করলাম।” তখন পাল্টা শতাব্দী বলেন, “ওরা আবেদন করেছে। বিক্ষোভ দেখায়নি। এটা বলতে হবে আপনাকে।”

বস্তুত, বীরভূমে বেশ কয়েকটি জায়গায় প্রচারে বেড়িয়ে এলাকার অনুন্নয়নের নিয়ে তাঁকে ঘিরে অভাব-অভিযোগ জানান এলাকার মানুষজন। রামপুরহাটের খরবোনা গ্রামের নির্বাচনী কর্মীসভায় দলের কর্মীরাও এলাকার পানীয় জলের দাবিতে সরব হয়েছিলেন। সেদিনের ঘটনা ক্যামেরাবন্দি করার সময়ও সংবাদ মাধ্যমের উপর সরব হয়েছিলেন তিনি। তারপর আজ ফের সাঁইথিয়ার বাতাসপুরে তিনি সরব হলেন সংবাদ মাধ্যমের উপর।