Bardhaman: প্রসাদ বিতরণের পর মন্দিরে ঢুকে মাথায় হাত, ‘সব শেষ’ হয়ে গেল পুজো উদ্যোক্তাদের
Bardhaman: স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দুই এলাকাতেই চুরির আগে এলাকাগুলিতে ঘুরে যেতে দেখা গিয়েছে 'বানজারা' দলকে। তাই পর পর এভাবে মন্দিরে চুরির নেপথ্যে অপরিচিত বানজারা দলই জড়িত বলে সন্দেহ এলাকাবাসীর।
বর্ধমান: কয়দা একই। আর সেই কায়দায় বারেবারে চুরি। দুই মন্দিরের তালা ভেঙে ঘটে গেল চুরির ঘটনা। কালীপুজোর রাতে আউশগ্রামের দেয়াশা গ্রামের দাসপাড়ায় একটি কালীমন্দিরের পরপর দুটি গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকার দেবীর অলঙ্কার চুরি যায়। আউশগ্রামের পরেই এবার ভ্রাতৃদ্বিতীয়ার রাতে ভাতারের আমারুন বাজারে শিবমন্দিরে এবং এওড়া গ্রামের নারায়ণ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে চুরির বিষয়টি স্থানীয়দের নজরে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দুই এলাকাতেই চুরির আগে এলাকাগুলিতে ঘুরে যেতে দেখা গিয়েছে ‘বানজারা’ দলকে। তাই পর পর এভাবে মন্দিরে চুরির নেপথ্যে অপরিচিত বানজারা দলই জড়িত বলে সন্দেহ এলাকাবাসীর।
ভাতারের আমারুন বাজারে ‘আমারুন স্টেশন ঐক্যতান পাঠাগার সংঘ ‘ নামে ক্লাবের সর্বজনীন শিবমন্দিরে এই চুরির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, রবিবার রাতে ওই ক্লাবের কালীপুজোয় প্রতিমার বিসর্জন ছিল। সেই উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। খাওয়া শেষে রাত বারোটা নাগাদ ক্লাবের সদস্যরা বাড়ি চলে যান। শিবমন্দিরের দরজায় তালা দেওয়া ছিল। মন্দিরের দরজার কড়াগুলি ভেঙে চোরেরা ভিতরে ঢুকে মহাদেব ও লোকনাথ বাবার সোনার ত্রিনয়ণ সহ রূপোর বেশকিছু অলঙ্কার চুরি করেছে বলে খবর। শুধু তাই নয়, প্রণামী বাক্স ভেঙে নগদ টাকাপয়সা নিয়ে গিয়েছে। সব মিলে লক্ষাধিক টাকার চুরি হয়ে গিয়েছে।
একই রাতে ভাতারের এওড়া গ্রামের মাজিপাড়ায় কাছাকাছি দুটি মন্দির থেকে একই কায়দায় চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পাড়ায় মাজি ও ঘোষ পরিবারের নারায়ণ মন্দির এবং মাজি পরিবারের রঘুনাথ মন্দিরে চুরি হয়েছে। তবে মাজি ও ঘোষ পরিবারের মন্দিরের দরজায় তালা দেওয়া ছিল না। এই মন্দির থেকে তিনটি রূপোর পৈতে চুরি গিয়েছে বলে দাবি পরিবারের। অন্য মন্দিরটির তালা ভেঙে কিছু সোনা ও রূপোর গহনা চুরি হয়ে গিয়েছে বলে জানান সেবাইত পরিবারের সদস্য গৌরিশঙ্কর মাজি। খবর পেয়েই ভাতার থানার পুলিশ তদন্তে যায়।
এওড়া গ্রামের মাজিপাড়ার বাসিন্দারা জানিয়েছেন, রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তাদের পাড়ায় ঘুরছিল অপরিচিত একটি বানজারা বা যাযাবরদের ৫-৬ জনের একটি দল। আমারুন বাজারেও রবিবার ওই বানজারা দলকে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয়দের সন্দেহ ওই বানজারা দলটিই রবিবার সকালে এলাকায় রেইকি করে যাওয়ার পর রাতে চুরি করে পালায়।
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দোপাধ্যায় জানান, “ভাতারের আমারুন বাজারে চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেও দেখা হচ্ছে।”