‘মানুষের মাংস খায় ও,’ আচমকাই প্রতিবেশীর কান কামড়ে ছিঁড়ে নিল যুবক!

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Aug 08, 2021 | 8:31 PM

Attack: বাড়িতে বসেছিলেন পেশায় অস্থায়ী সাফাই কর্মী রাজা। প্রতিবেশী যুবকের বাড়ি থেকে তখন চিলচিৎকার। মদ্য়প অবস্থায় মা ও বোনকে বেধড়ক মারধর করছিল সে। এরপর হঠাৎই সে চড়াও হয় প্রতিবেশী রাজার ওপর। দাঁত দিয়ে তাঁর বাঁদিকের কান কামড়ে কেটে নেয়!

মানুষের মাংস খায় ও, আচমকাই প্রতিবেশীর কান কামড়ে ছিঁড়ে নিল যুবক!
নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব বর্ধমান: বাড়িতে বসেছিলেন পেশায় অস্থায়ী সাফাই কর্মী রাজা মাজি। প্রতিবেশী যুবকের বাড়ি থেকে তখন চিলচিৎকার। মদ্য়প অবস্থায় মা ও বোনকে বেধড়ক মারধর করছিল সে। এর পর হঠাৎই সে চড়াও হয় প্রতিবেশী রাজার ওপর। দাঁত দিয়ে তাঁর বাঁদিকের কান কামড়ে কেটে নেয় সে! তীব্র যন্ত্রণায় কঁকিয়ে ওঠেন রাজা।

অভিযোগ, মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছে পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা বুলান সরকার। হাসপাতাল থেকে ফিরে তার বিরুদ্ধে গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন আহত সাফাইকর্মী।

জানা গিয়েছে, গুসকরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রাজা মাজি। তার পাশেই বাড়ি অভিযুক্ত বুলান সরকারদের। বুলানের বাড়িতে রয়েছেন বাবা-মা ও বোন। রাজা জানান, শনিবার রাতে তিনি তখন বাড়ির কাছে বন্ধুদের সঙ্গে তাস খেলছিলেন তখন মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে বুলান। মা ও বোনের সঙ্গে ঝামেলা লাগে তার। মা ও বোনকে মারধর করতে থাকে সে। সেসময় ঝগড়া-অশান্তি ও মায়ের চিৎকার শুনে প্রতিবেশী হিসাবে থামাতে যান তিনি।

রাজা মাজির অভিযোগ, “আমি বুলানদের বাড়ির সামনে যেতেই কোনও কথা না বলে বুলান আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। হাতে ধারালো অস্ত্রও ছিল। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গেলে পড়ে যাই। তখন ও আমার কান কামড়ে ছিড়ে নেয়।” তার অভিযোগ বিনা কারণেই এই আক্রমণ করে মদ্যপ যুবক। তিনি যোগ করেন, “ওই জানে কেন মারল! আমাকে মনে হয় মার্ডার করার প্ল্যান ছিল ওর। আমাকে মারার আগে মা-বোনকে মেরেছে। তার পর দাঁতে করে চিবিয়ে আমার কানটা কেটে নিয়েছে। রাক্ষস ছেলে ও। মানুষের মাংস খায় ও।”

এদিকে ঘটনার পরই বাড়ি থেকে নিখোঁজ ওই যুবক। অভিযোগ, এই ঘটনার পর অভিযুক্তের বাবা-মাই তাকে অন্য কোথাও লুকিয়ে পালাতে সাহায্য় করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: পলিথিন প্যাকেট থেকে পেট্রোল বোমাটি বার করে ‘স্মার্টলি’ ছুড়ে দিলেন দোতলা বাড়িতে! ভয়ঙ্কর ঘটনা হাওড়ায়

Next Article