পূর্ব মেদিনীপুর: “রাজনৈতিক আয়ু আর বেশি দিন নেই তৃণমূলের। মাথা ঘুরিয়ে যাচ্ছে, আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে।” শুক্রবার কর্মিসভা থেকে মন্তব্য করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তা নিয়েই তৈরি হয় বিতর্ক। শুভেন্দু বলেন, “বাজার খুব খারাপ। বেশিদিন আর রাজনৈতিক আয়ু নেই তৃণমূলের। মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে আর লো প্রেসার হচ্ছে। পড়া তো শুরু হয়েছে ওপর থেকে, নীচ অবধি পড়া শুরু হয়ে যাবে। ”
প্রসঙ্গত, শুভেন্দু যেদিন সভামঞ্চ থেকে এ কথা বলেছেন, ঠিক তার আগের রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁর কপালে তিনটে ও নাকে একটি সেলাইও পড়েছে। তিনি বর্তমানে বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। এই পরিস্থিতিতে শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদে শনিবার খেজুরিতে ধিক্কার মিছিল ও সভা করবে তৃণমূল। খেজুরি থানার জনকা থেকে বিদ্যাপিঠ মোড় পর্যন্ত মিছিল ও সভা হবে। থাকবেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক, জেলা সভাপতি পীযুষ পন্ডা, চেয়ারম্যান তরুণ মাইতি সহ অন্য নেতারা। শুভেন্দুর মন্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূল।
ঘটনার প্রতিবাদে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “শুভেন্দুকে চোর বলেছে তো বিজেপি। ভিডিয়ো দিয়েছে বিজেপি। সিবিআই যখন শুভেন্দুকে অভিযুক্ত করেছে, গদ্দার, চোর তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন। যেখানে তাঁকে মায়ের মতো শ্রদ্ধা করা উচিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই শুভেন্দু অধিকারীর পরিবারকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছেন। পূর্ব মেদিনীপুরের মানুষ কড়ায় গণ্ডায় এর জবাব দেবে। “