Awas yojana: আবাসে যেন ‘দুর্নীতির’ বাস, দোতলা বাড়ি তাও তালিকায় নাম তৃণমূল নেত্রীর

Dec 14, 2022 | 5:09 PM

PM Awas Yojna: অভিযোগ, রায়ান ১ নম্বর পঞ্চায়েতের বিজয় রাম সংসদের সদস্যা ফাতেমা বিবি। তাঁর নিজের পাকা বাড়ি রয়েছে।

Awas yojana: আবাসে যেন দুর্নীতির বাস, দোতলা বাড়ি তাও তালিকায় নাম তৃণমূল নেত্রীর
বড় বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম (নিজস্ব ছবি)

Follow Us

পূর্ব বর্ধমান: বর্ধমানের রায়নার পর এবার রায়ান। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম জ্বলজ্বল করছে পঞ্চায়েত সদস্যের পরিবারের ছ’জনের। প্রশাসন নড়েচড়ে বসতেই নাম বাতিলের আর্জি প্রধানের কাছে।

অভিযোগ, রায়ান ১ নম্বর পঞ্চায়েতের বিজয় রাম সংসদের সদস্যা ফাতেমা বিবি। তাঁর নিজের পাকা বাড়ি রয়েছে। তারপরও আবাস যোজনায় নিজের এবং পরিবারের ছ’সদস্যের নাম লক্ষ্য করা গিয়েছে। এরপরই তিনি সেই তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন পত্র জমা দেন পঞ্চায়েত প্রধানের কাছে। তবে এরপরও শেষ হয়নি বিতর্ক। বরং শাসক বিরোধী রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

বিজেপির অভিযোগ, আবাস যোজনা নিয়ে তারা যে অভিযোগ করেছিল স্বজনপোষণের, সেটি আরও একবার পরিষ্কার হল। তাদের এই আন্দোলনের জন্যই একপ্রকার বাধ্য হয়ে তারা তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে দাবি করেন বিজেপির জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের।

তৃণমূলের পাল্টা জবাব, কেউ যদি অন্যায় করে থাকে তার শাস্তি হবে। আর এই আবাস যোজনার তালিকা ২০১৫-১৬ সালের। সেই সময় হয়ত কারোর কাচা বাড়ি থাকতে পারে। সেই কারণে তার নাম তালিকাভুক্ত হয়েছে। এখন ২০২২ সাল। এই সময়ের মধ্যে কেউ পাকা বাড়ি করেছেন। তাই তারা নিজেদের নাম বাদ দিচ্ছেন তালিকা থেকে। এমনটাই জানান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস।

এই বিষয়ে ফতেমা বিবি বলেন, “২০১৬ সালে আমার অ্যাসবেস্টারের বাড়ি ছিল। সেই সময় পঞ্চায়েত থেকে বলা হয়েছিল দিদি আপনার পাওয়ার যোগ্যতা আছে। আপনি বাড়ি পেতে পারেন। আমি বলেছিলাম ঠিক আছে আপনারা ছবি তুলতে পারেন। এরপর আমি সবটা ভুলে যাই যে লিস্টে  আমার নাম আছে। এরপর বাড়ির জায়গা আমি বিক্রি করি। তবে লিস্টে বের হওয়ার সঙ্গে-সঙ্গেই আমি তা উঠিয়ে নেওয়ার জন্য আবেদন করি।”

Next Article