Purba Bardhaman: ‘কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলেও তিনি শপথ গ্রহণ করতে পারেন’, কাউন্সিলরের হয়ে সাফাই তৃণমূল নেতার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 20, 2022 | 10:13 PM

Oathtaking of TMC Councillor: 'কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলেও তিনি শপথ গ্রহণ করতে পারেন।' এর আগে এমন নজির রয়েছে বলে জানালেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। প্রাক্তন বিধায়ক নিখিলানন্দ সরের বিরুদ্ধে মামলা থাকাকালীন তিনি বিধানসভায় শপথ নিয়েছিলেন। এমনটাই দাবি তৃণমূলের জেলা সভাপতির।

Purba Bardhaman: কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলেও তিনি শপথ গ্রহণ করতে পারেন, কাউন্সিলরের হয়ে সাফাই তৃণমূল নেতার
বসির আহমেদ (নিজস্ব ছবি)

Follow Us

বর্ধমান : ‘কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলেও তিনি শপথ গ্রহণ করতে পারেন।’ এর আগে এমন নজির রয়েছে বলে জানালেন পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। প্রাক্তন বিধায়ক নিখিলানন্দ সরের বিরুদ্ধে মামলা থাকাকালীন তিনি বিধানসভায় শপথ নিয়েছিলেন। এমনটাই দাবি তৃণমূলের জেলা সভাপতির। তাঁর বক্তব্য, “এই ধরনের লুকোচুরি থাকে, তবে আইনত ঠিক নয়।” বর্ধমান পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসির আহমেদের লুকিয়ে এসডিও অফিসে শপথ গ্রহণ প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি আরও জানান, “পুলিশ তদন্ত করছে। কয়েক জনকে গ্রেফতারও করেছে। তিনি যদি দোষী হন, তবে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের তদন্তে যদি বসির আহমেদ দোষী হয় তবে আত্মসমর্পণ নয়, পুলিশকে বলব গ্রেফতার করতে।”

শুক্রবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে কংগ্রেস নেতা নুরুল ইসলামের স্বরণসভায় উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ বাবু। স্বরণসভা শেষে মৃত কলেজ ছাত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেলা তৃণমূল সভাপতি। রবীন্দ্রনাথ বাবুর কাছে ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে। যেখানে পুলিশ বসির আহমেদকে খুঁজে পাচ্ছে না, সেখানে কীভাবে তিনি শপথ নিলেন? প্রশ্ন মৃতার পরিবারের। যদিও বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন রবীন্দ্রনাথ বাবু।

অভিযোগ, ২ মার্চ পুরভোটের ফলাফলের দিন বর্ধমানে এক কলেজ পড়ুয়ার বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ওই ছাত্রীকে শ্লীলতাহানি ও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পরের দিনই বর্ধমান থানার পুলিশ ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে। অভিযোগ, যারা শ্লীলতাহানি ও মারধর করেছিল, তারা সদ্য জয়ী তৃণমূল কাউন্সিলর বসির আহমেদ ওরফে বাদশার অনুগামী। পরিবারের তরফে কাউন্সিলর সহ ১৪ জনের বিরুদ্ধে থানার অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু জানা গিয়েছে, এখনও পর্যন্ত পুলিশ ওই কাউন্সিলরকে গ্রেফতার করেনি। আর এরই মধ্যে ১৭ তারিখ কাউন্সিলর হিসেবে শপথ নিয়ে ফেললেন কাউন্সিলর।

আরও পড়ুন : Purba Bardhaman: ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ, বিরোধীদের ‘ভয়ে’ লুকিয়ে শপথ তৃণমূল কাউন্সিলরের

 

Next Article
Purba Bardhaman: ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ, বিরোধীদের ‘ভয়ে’ লুকিয়ে শপথ তৃণমূল কাউন্সিলরের
Kalna Municipality: কালনার ১৭ কাউন্সিলরকে কলকাতায় তলব তৃণমূলের, ডাক পেয়েছেন বহিষ্কৃত কাউন্সিলরও