TMC: মমতার পুলিশকে ‘নপুংসক’ ‘হাতে চুড়ি পরাবো’ বলে হুমকি তৃণমূল বিধায়কের

Kousik Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 25, 2024 | 11:57 AM

TMC: ঘটনাটি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যানার পোড়ানো নিয়ে গন্ডগোল চলছিল। সেখানেই শোনা গেল শাসক দলের বিধায়ক অপূর্ব চৌধুরী কৈচর ফাঁড়ির আইসি ও অন্য অফিসারদের সামনে দাঁড়িয়ে বলছেন, "এই নপুংসক পুলিশ আমাদের দরকার নেই।"

TMC: মমতার পুলিশকে নপুংসক হাতে চুড়ি পরাবো বলে হুমকি তৃণমূল বিধায়কের
পুলিশকে হুমকি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মঙ্গলকোট: সময় বদলেছে। তবু বদলায়নি একাংশ তৃণমূল নেতাদের ব্যবহার। একসময় বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল বলতেন’পুলিশের গাড়িতে বোমা মারুন’। আর এখন ‘পুলিশকে নপুংসক’ বলে অপমান তৃণমূল বিধায়কের। যা নিয়ে শুরু হয়েছে তরজা।

ঘটনাটি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যানার পোড়ানো নিয়ে গন্ডগোল চলছিল। সেখানেই শোনা গেল শাসক দলের বিধায়ক অপূর্ব চৌধুরী কৈচর ফাঁড়ির আইসি ও অন্য অফিসারদের সামনে দাঁড়িয়ে বলছেন, “এই নপুংসক পুলিশ আমাদের দরকার নেই।” এখানেই থামলেন না। আরও বললেন, “ব্যানার পোড়ানো নিয়ে যদি পুলিশ ব্যবস্থা না নেয়। আমরা ব্যবস্থা নেব। এতদিন বলিনি কিছু।” উর্দি পরিহিত পুলিশ আধিকারিক বললেন, “স্যর সময় দিন অবশ্যই ব্যবস্থা নেব।” পাল্টা আবার বলতে শোনা গেল, “একটা পর্যন্ত হাতে সময় থাকল তারপর চুড়ি পরিয়ে দেব।”

বিষয়টি নিয়ে তীব্র নিন্দা করেছে বিরোধীরা। বিজেপি মুখপাত্র শমীক ভট্টচার্য বলেন, “পুলিশ তো আলাদা বলে কিছু নেই। পুলিশ আর তৃণমূল মিলেমিশে এক হয়ে গিয়েছে। আর পুলিশের যদি কোনও বিচ্যুতি থাকে তাহলে তৃণমূলের লোকজনই শাসন করবে।” অপরদিকে, একই বক্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। তিনি বললেন, “তৃণমূল বার্তা দিচ্ছে আমি দল। আমি বস। আমার কথা শুনতে হবে। অনুব্রত বোমা মারার মতো হুমকি দেওয়ার পরও যখন মঞ্চে উঠে বক্তৃতা দিতে পেরেছিলেন। সেখানেই তো পরিস্কার হচ্ছে সবটা।’

Next Article