পূর্বস্থলী: কয়েকদিন আগে পঞ্চায়েত ভোটের প্রচারে পুর্বস্থলী গিয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখানে ভোট প্রচারের পাশাপাশি একটি কালী মন্দিরে পুজো দেন তিনি। এরপর মঙ্গলবার জে পি নাড্ডা চলে যাওয়ার পর গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করা হল।
জানা গিয়েছে, তৃণমূলের দলের তরফে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মহিলা তৃণমূল কর্মীরা এই শুদ্ধিকরণ করেছে। তৃণমূল সূত্রে খবর, এই মাঠেই আজ পাল্টা তৃণমূলের সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকতে পারেন সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য সহ জেলার নেতা মন্ত্রীরা।
পূর্বস্থলী উওরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, “আমরা মাঠটাকে শুদ্ধ করলাম। এই মাটিতে এসেছিলেন ভারতীয় জনতা পার্টির নেতা। পশ্চিমবঙ্গের উনি জামাই। জামাইকে তো আদর যত্ন করতে পারিনি। জামইয়ের মিটিংয়ে লোক হয়নি। জামাই তাই রাগ করে চলে গেছে। সেই কারণে মাঠ এবং মন্দির দুই জায়গাই শুদ্ধিকরণ করলাম।” ঝুমা তরফদার নামে এক তৃণমূল কর্মী বলেন, “গত দু’দিন আগে বিজেপি সভা করেছে। প্রচুর মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই কারণে আমরা মাঠটা শুদ্ধি করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য প্রচুর কিছু করেছে আর ওরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে সেই কারণেই মাঠ শুদ্ধিকরণ।”
পূর্বস্থলীতে নাড্ডার সভার মাঠে তৃণমূলের শুদ্ধিকরণ নিয়ে বিজেপির ৪০ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক মানিক লাল সাহা বলেন, ” নতুন নাটক গঙ্গাজল ছেটাছে। ওদের কষ্ট করে গঙ্গা জল আনতে হবে না। মানুষ বঙ্গোপসাগরে ওদের ফেলে দেবে। মানুষ প্রস্তুত। ওরা ভয় পেয়েছে রাজনীতিতে টিকে থাকতে গেলে এই ধরনের কথা বলতে হয়। আজ সায়নী ঘোষ আসবেন। ওর সঙ্গে কুন্তল ঘোষের যে বিষয় আছে, এরপর এটাই তাঁর শেষ জনসভা হয় কি না প্রশ্নের মুখে। কিছুদিন পর উনি ডাক পাবেন। গঙ্গার জলে শুদ্ধিকরণ হয়ে আসবেন।তৃণমূল কী করছে জানি না। এই চোরদের বাংলার মানুষ গারদের ভিতরে নিয়ে গিয়ে শুদ্ধিকরণ করবে।”