Water Problem: জল তো আসে না, গ্রামের কলগুলি এখন বাচ্চাদের খেলনা

Kousik Dutta | Edited By: সায়নী জোয়ারদার

Feb 14, 2023 | 7:14 AM

Purba Burdwan News: লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘটা করে কলের ব্যবস্থা করে দেওয়া হলেও বাড়িতে জল পায় না পরিবারগুলি।

Water Problem: জল তো আসে না, গ্রামের কলগুলি এখন বাচ্চাদের খেলনা
কল নিয়েই চলছে খেলা।

Follow Us

কালনা: গ্রামে জলের কল বসানো রয়েছে। তবে তাতে জল (Water Problem) আসে না। তাই এখন তা এলাকার বাচ্চাদের খেলার সামগ্রী। একটি কল তো একেবারে পাইপ-সমেত তুলে ফেলা হয়েছে। তা হাতে নিয়ে ছুটে বেড়ায় এলাকার বাচ্চারা। মাইক্রোফোনের মতো করে মুখের সামনে ধরে গান করে আপন মনে। এলাকার বড়রাও এ নিয়ে গা করেন না বিশেষ। বাচ্চাগুলোকে বকাবকি করে লাভ কী? ও কলে তো জল আসবে না জীবনেও, বলছিলেন গ্রামেরই এক অশীতিপর বাসিন্দা। কালনার পূর্বস্থলী-২ ব্লকের ঝাউডাঙা গ্রামপঞ্চায়েতের একাধিক গ্রামে এই ছবি দেখা যাচ্ছে। এক বছর ধরে পঞ্চায়েত থেকে দেওয়া বাড়ির ট্যাপ কলে জল আসে না বলে অভিযোগ। প্রতিশ্রুতি মিললেও জল মেলে না বাড়িতে। সেই রাগেই এলাকার বড়দেরই কেউ কেউ কল তুলে ফেলেছেন।

ঝাউডাঙ্গা গ্রামপঞ্চায়েত বছরখানেক আগে পিএইচই বিভাগের সাহায্যে ঝাউডাঙা, গঙ্গাপুর, কাশীপুর গ্রামে ৫০০টি পরিবারে পানীয় জলের জন্য ট্যাপ কল বসায়। প্রথম দু’দিন কলে সরু সুতোর মতো জল পড়লেও গত এক বছরে আর জল আসেনি বলে অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ পঞ্চায়েত থেকে জলের কলের লাইন বিনামূল্যে দেওয়ার কথা হলেও বাড়ির দূরত্ব বেশি হওয়ায় টাকা দিয়ে জলের লাইন কিনতে হয়েছে অনেক পরিবারকে। তবুও কলে জল আসে না।

লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘটা করে কলের ব্যবস্থা করা হলেও বাড়িতে জল পায় না পরিবারগুলি। অভিযোগ, অযত্নে পঞ্চায়েতের দেওয়া লোহার পাইপ ও কল ক্ষয়ে মিশে গেছে মাটির সঙ্গে। কোথাও আবার জল না আসার রাগে কলসমেত পাইপ উপরে ফেলে দিয়েছে। তা পরিবারের শিশুদের খেলনা। এ নিয়ে বহুবার পঞ্চায়েতে জানানো হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। পঞ্চায়েতের উপপ্রধান শুক্লা হালদার বলেন, সরু পাইপ। এতগুলো পরিবারে জলের লাইন দেওয়া হয়েছে। জলের প্রেশার কম। তাই অনেকের বাড়িতে জল যায় না। তবে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।

Next Article