মেমারি: আত্মীয়ের সৎকারে যোগ দিয়ে ফেরার পথেই বড় দুর্ঘটনা। ট্রাক্টরের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, গুরুতরভাবে জখম ৫। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত তাতারপুর সংলগ্ন মকদম মার্কেট এলাকায়। মারা গিয়েছেন মারুতি ভ্যানের চালক বাবলু বেসরা। তাঁর বাড়ি মেমারির মহেশপুর এলাকায়। সূত্রের খবর, এদিন বাঁকুড়ার ইন্দাস থেকে নির্মল শীল তাঁর স্ত্রী জয়ন্তী শীল ও তার দুই সন্তানকে নিয়ে মারুতিতে চড়েছিলেন। আসছিলেন মেমারির দিকে। কিন্তু, কে জানতে পথেই ঘটতে চলেছে বড় বিপদ।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তাতারপুর সংলগ্ন মকদম মার্কেট এলাকায় যখন মারুতিটি আসে সেই সময় একটি ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। তাতেই ভ্যানে থাকা সকলে গুরুতরভাবে আহত হন। খবর যায় পুলিশে। পুলিশ এসে আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠায়। কিন্তু, বাঁচানো যায়নি মারুতিটির চালককে।
ঘটনায় জয়ন্তী শীল বলেন, “আমাদের এক পরিচিতের মৃত্যু হয়েছিল। সেখানেই গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। আমি ফেরার পথে রাস্তাতেই ঘুমিয়ে পড়ি। গাড়িতে আমি আমার স্বামী ও দুই সন্তান ছিল। রাস্তাতেই এ ঘটনা ঘটে। একটা ট্রাক্টারের সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লাগে।” অন্যদিতে নির্মল শীল বলেন, “একজন মারা গিয়েছিল সেখানে গিয়েছিল। রাস্তাতে তো এ ঘটনা ঘটে গেল। মারাত্মকভাবে জখম হয়েছি।”