বর্ধমান: দোকানের ঝাঁপি বন্ধ করে সবে মাত্র ঘরে ঢুকেছিলেন। আচমকাই হুড়মুড়িয়ে শব্দ। যেন ভূমিকম্প হয়েছে। ঘরের সামনে দোকান পুরো ভেঙে পড়েছে। ভিতর থেকে ভেসে আসছিল গোঙানির শব্দ। ততক্ষণে বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসেছেন স্থানীয় বাসিন্দারা। দোকানের ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার হন দুই যুবক। সঙ্গে একটা বাইক। মদ্যপ অবস্থায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার ধারে একটি মুদিখানা দোকানের টিনের দরজা ভেঙে ভিতরে ঢুকে গেলেন দুই বাইক আরোহী। রবিবার রাত ১১টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ববর্ধমানের মাধবডিহি থানার উচালন দীঘিরকোণ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম তুষার রায় (২৩), বাড়ি রায়নার একলক্ষ্মীর সাঁকো এলাকায়। অপর জনের নাম সুভাষ পণ্ডিত (২২), বাড়ি বাঁকুড়ার ইন্দাস থানার বামনিয়া দক্ষিণপাড়া এলাকায়।
দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ও মাধবডিহি থানার পুলিশ জখম দুই বাইক আরোহীকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠালে, চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা তরুণ দত্ত বলেন, রবিবার রাত প্রায় ১১টা নাগাদ বামনিয়ার দিক থেকে একটি মোটর সাইকেলে দু’জন প্রচণ্ড গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উচালন দীঘিরকোণ মোড়ে একটি বন্ধ মুদিখানা দোকানের ভিতরে দরজা ভেঙে ঢুকে যায়। দোকানের সিমেন্টের পিলার পর্যন্ত ভেঙে যায় ধাক্কায়। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে দুই যুবককে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, মত্ত থাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনা।