Road Accident : ছেলেকে নিয়ে স্বামীর মোটর বাইকে বাড়ি ফিরছিলেন, হঠাৎ পিছন থেকে জোর ধাক্কা…

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 12, 2022 | 11:00 PM

Road Accident : এ ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন তাঁর স্বামী কওসর। চোট লেগেছে ২ বছরের শিশুটির।

Road Accident : ছেলেকে নিয়ে স্বামীর মোটর বাইকে বাড়ি ফিরছিলেন, হঠাৎ পিছন থেকে জোর ধাক্কা...

Follow Us

গলসি: স্বামীর বাইকে চেপে ২ বছরের ছেলেকে নিয়ে গিয়েছিলেন ডাক্তারের কাছে। ডাক্তার দেখানো হয়েও গিয়েছিল। ফেরার পথেই বিপত্তি। ট্রাকের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়লেন তিনজনেই। স্বামী-ছেলে বেঁচে গেলেও রক্ষা পেলেন না ছবি খাতুন (৩২)। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসির জাগুলি পাড়া এলাকায়। সূত্রের খবর, সোমবার রাতে ২ নম্বর জাতীয় সড়কের গলসির পুরষা মাঝের পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্বামী কওসর শেখের সঙ্গে মোটর বাইকে করে গলসির পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২ বছরের ছেলেকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন ওই মহিলা।

ডাক্তার দেখানোও হয়ে গিয়েছিল। এরপর তাঁরা ধরেছিলেন ফেরার পথ। ২ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিক থেকে ফিরছিলেন দুর্গাপুরের দিকে। সূত্রের খবর, রাস্তাতেই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে ধাক্কা মারে। কোলে শিশু সহ ছিটকে পড়েন ওই মহিলা। দূরে ছিটকে পড়েন তাঁর স্বামীও। রক্তে ভেসে যায় রাস্তা। তাঁদের চিৎকার শুনেই ছুটে আসেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় নিকটবর্তী পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে ছবি খাতুনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। 

অন্যদিকে এ ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন তাঁর স্বামী কওসর। চোট লেগেছে ২ বছরের শিশুটির। বর্তমানে দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে। এ ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে। এদিকে দুর্ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় বাড়তে শুরু করে। রাস্তার নিরাপত্তা ব্যবস্থা, পুলিশি নজরদারি নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় ওই এলাকায়য ততক্ষণে খবর চলে গিয়েছে পুলিশ। গলসি থানার পুলিশ এসে শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘাতক লড়িটিকে এখনও পর্যন্ত পুলিশ পাকড়াও করতে পেরেছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। 

Next Article