বর্ধমান: ভোটের (Panchayat Election 2023) আগেই মৃত্যু তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থীর। জানা গিয়েছে, রবিবার রাত দুটো নাগাদ আচমকা অসুস্থ বোধ করতে থাকেন ভাতার বিধানসভার বড়বেলুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়বেলুন গ্রামের বাসিন্দা গোলাম মোস্তাফা মোল্লা (৪৩)। দ্রুত পরিবারের লোকজন তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে সব শেষ। গোলামা মোস্তাফাকে মৃত বলে ঘোষণা করেন ওই চিকিৎসক।
ভাতাড় ব্লকের বড়বেলুন ১ গ্রাম পঞ্চায়েতের ৯৬ নম্বর বুথের ৬/৭ সংসদে তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা করেছিলেন গোলাম মোস্তফা মোল্লা ওরফে শান্ত। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সিপিএমের এক প্রার্থী। কিন্তু, ভোটে লড়াইয়ের আগে শারীরিক অসুস্থতায় শেষ হয়ে গোলাম মোস্তাফার জীবনের লড়াই। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা জানাচ্ছেন পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমেছিলেন গোলাম মোস্তাফা। ছুটে বেড়াচ্ছিলেন এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত। জয়ের ব্যাপারে এক প্রকার নিশ্চিতও ছিলেন। পরিবারের সদস্যদেরও সে কথা বলেছিলেন। রবিবার দিনভর এলাকায় জনসংযোগ কর্মসূচিতেও সামিল হন। রাতে বাড়ি ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমাতে গিয়েছিলেন গোলাম মোস্তফা। কিন্তু, কে জানত আর দেখা হবে না দিনের আলো। ঘুমের মধ্যে আচমকা হার্ট অ্যাটাক হয়ে যায় তাঁর। শুরু হয় শ্বাসকষ্ট। তাঁর বাড়িতে রয়েছেন স্ত্রী, এক মেয়ে ও বিধবা মা। সোমবার মৃতের বাড়িতে যান ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সমবেদনা জানান গোলাম মোস্তাফার পরিবারকে। ওই কেন্দ্রের সিপিএমের প্রার্থী গফুর মোল্লাও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন।