Purba Bardhaman: সর্ষে ক্ষেতে তৃণমূলের বুথ সভাপতির পচা গলা দেহ, খুনের সন্দেহ পরিবারের

Kousik Dutta | Edited By: জয়দীপ দাস

Feb 18, 2024 | 2:40 PM

Purba Bardhaman: মাঠের কাজে গিয়ে এলাকার লোকজন সর্ষে ক্ষেত্রে একটা পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন। কিন্তু, দেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে তা কার সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। শেষে পরিবারের সদস্যরা আই কার্ড দেখে দেহ চিহ্নিত করেন।

Purba Bardhaman: সর্ষে ক্ষেতে তৃণমূলের বুথ সভাপতির পচা গলা দেহ, খুনের সন্দেহ পরিবারের
শোরগোল এলাকায়। ছবিতে তৃণমূল নেতা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

পূর্বস্থলী: সর্ষে ক্ষেত থেকে তৃণমূলের বুথ সভাপতির পচা গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য। শোরগোল পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা ২ পঞ্চায়েতের মুরাগাছা বৈষ্ণবপাড়ায়। এই এলাকাতেই বাড়ি মিঠুন মাহাতো নামে ওই তৃণমূল নেতার। তিনি এলাকার ২৪২ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন বলে জানা যাচ্ছে। পরিবার সূত্রে খবর, গত এক মাসের বেশি সময় ধরে খোঁজ ছিল না মিঠুনের। থানায় নিখোঁজ ডায়েরি হয়েছিল, কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি। 

এদিকে এরইমধ্যে মাঠের কাজে গিয়ে এলাকার লোকজন সর্ষে ক্ষেত্রে একটা পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন। কিন্তু, দেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে তা কার সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। মিঠুনের বাড়িতে খবর গেলে তাঁরা এসে মৃতের সঙ্গে থাকা আই কার্ড দেখে তা মিঠুনের দেহ বলে চিহ্নিত করে পরিবারের লোকজন। কিন্তু, কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পরিবারের সদস্যদের সন্দেহ কেউ বা কারা খুন করে ফেলে রেখে গিয়েছে। তদন্তে নেমেছে পূর্বস্থলী থানার পুলিশ। 

আত্মীয় গণেশ মাহাতো বলছেন, “একমাস ধরে নিখোঁজ ছিল। থানায় ডায়েরিও করেছিলাম। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিন সকালে খবরটা পেয়েই ছুটে আসি। কিন্তু, বডি দেখে চেনার কোনও উপায় ছিল না। শেষে আধার কার্ড, ভোটার কার্ড দেখে চিনতে পারি। ও তো এমনিতে পার্টি করতো সঙ্গে স্বাস্থ্য বিমার কার্ডের জন্য রোগীদের নিয়ে যেত। নেশা করত ছোট থেকেই। কিন্তু, আত্মহত্যা করার ছেলে ও নয়। আমাদের মনে হচ্ছে কোনও মাতালের সঙ্গে হয়তো ঝামেলা হয়েছিল। হাতাহাতিতেই এই কাণ্ড হয়েছে।”

Next Article