Higher Secondary: হল থেকে সবে বেরোয়, শুরু রক্তবমি, পরীক্ষা দিতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

Kousik Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 17, 2024 | 8:59 AM

Higher Secondary: মুদ্দাসসির পারুলডাঙ্গা নশরতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। শুক্রবার সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল। নাদনঘাট থানার খুবই কাছে এই স্কুলে পরীক্ষা দিয়ে বেরোনোর পরেই সে আক্রান্ত হয়।

Higher Secondary: হল থেকে সবে বেরোয়, শুরু রক্তবমি, পরীক্ষা দিতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর
আক্রান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কাটোয়া: পরীক্ষা দিয়ে সবেমাত্র হল থেকে বেরিয়েছিল। আচমকাই পিছন থেকে হামলা। চলতে থাকে এলোপাথাড়ি মার। রাস্তায় ফেলে কিল চড় ঘুষি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথেই আক্রান্ত পরীক্ষার্থী। বহিরাগত যুবকদের মারে হলের বাইরে রক্তাক্ত এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আক্রান্ত পরীক্ষার্থীর চোখে মুখে আঘাত লেগেছে। রক্তপাত ও বমি শুরু হয়। জানা গিয়েছে, আক্রান্ত পরীক্ষার্থীর নাম মুদ্দাসসির শেখ। বাড়ি পূর্বস্থলি ১ ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া গ্রামে।

মুদ্দাসসির পারুলডাঙ্গা নশরতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। শুক্রবার সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল। নাদনঘাট থানার খুবই কাছে এই স্কুলে পরীক্ষা দিয়ে বেরোনোর পরেই সে আক্রান্ত হয়। পূর্ব রাগবশত চার পাঁচজন যুবক ঘিরে ধরে তাকে বেধড়ক মারতে শুরু করে। বাঁচাও বাঁচাও চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে ওই যুবকরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে যায় বলে আক্রান্ত পরীক্ষার্থীর অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাদনঘাট থানার পুলিশ। লিখিত অভিযোগ জানানোর পর পুলিশের সহায়তায়  চাঁদপুর হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। বাড়ি ফেরার পর প্রচণ্ড বমি ও রক্তপাত শুরু হয়। তার পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সে কালনা নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। পরবর্তী পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ঘটনার তদন্তে নাদনঘাট থানার পুলিশ।

Next Article