Heroin Recover: প্রায় লক্ষাধিক টাকার হেরোইন পাচারের আগেই পুলিশের জালে ২

Kousik Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 16, 2023 | 6:29 PM

Heroin Recover: পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকার ঘটনা। সেখানে লক্ষাধিক টাকার হেরোইন সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে নদিয়ার কালিগঞ্জ থেকে নৌকয় ভাগীরথী পার হয়ে বর্ধমান জেলার কাটোয়ার শ্মশান ঘাটে আসছিল পাচারকারী।

Heroin Recover: প্রায় লক্ষাধিক টাকার হেরোইন পাচারের আগেই পুলিশের জালে ২
কাটোয়ায় পাচার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কাটোয়া: পুজোর আনন্দে মেতেছেন সকলে। শেষ মুহূর্তের শপিং চলছে। কেউ-কেউ তো আবার বেরিয়ে পড়েছেন প্যান্ডাল হপিংয়ে। পুজোর আবহে একদিকে সকলে যেমন মেতেছেন কিন্তু অপরাধের আনাগোনা বন্ধ হচ্ছে না। প্রায় কেজি খানেক হেরোইন গ্রেফতার তিনজন।

পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকার ঘটনা। সেখানে লক্ষাধিক টাকার হেরোইন সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে নদিয়ার কালিগঞ্জ থেকে নৌকয় ভাগীরথী পার হয়ে বর্ধমান জেলার কাটোয়ার শ্মশান ঘাটে আসছিল পাচারকারী। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ পৌঁছয় এলাকায়। সেখানেই তাঁদের গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে ধৃতরা পানাগরে এই হেরোইন পাচার করার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ধৃতদের দু’জনের বাড়ি বীরভূম ও এক জনের বাড়ি নদিয়ায় জেলায়।পুলিশ ও মেজিস্ট্রেট যৌথ ভাবে তদন্ত শুরু করেছে।

Next Article