Migrant Worker Death: গুজরাটে কাজ শিখতে যাওয়া ২ কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ, ফুঁসছে কালনা

Kousik Dutta | Edited By: Soumya Saha

Oct 16, 2023 | 7:59 PM

Kalna: সোমবার বিকেলে দুই কিশোরের নিথর দেহ ফিরেছে কালনার কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের নতুনচর গ্রামে। দুই তরতাজা কিশোরের এভাবে মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন পরিবার, পরিজন থেকে শুরু করে এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, মিথ্যা অপবাদে দুই কিশোরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

Migrant Worker Death: গুজরাটে কাজ শিখতে যাওয়া ২ কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ, ফুঁসছে কালনা
দেহ গ্রামে ফিরতেই নেমে এসেছে শোকের ছায়া
Image Credit source: TV9 Bangla

Follow Us

কালনা: পেটের তাগিদে ভিন রাজ্যে (Migrant Workers) গিয়েছিল পূর্ব বর্ধমানের কালনার দুই কিশোর। গুজরাটের রাজকোটে একটি গয়নার দোকানে রুপোর কাজ শিখত। জানা যাচ্ছে, কিছুদিন আগেও ওই দোকানে চুরি হয়েছিল। সেই ঘটনার পরই চুরির অপবাদে গণপিটুনিতে দুই কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতদের মধ্যে একজন বয়স ১৮, অন্যজনের ১৬। সোমবার বিকেলে দুই কিশোরের নিথর দেহ ফিরেছে কালনার কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের নতুনচর গ্রামে। দুই তরতাজা কিশোরের এভাবে মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন পরিবার, পরিজন থেকে শুরু করে এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, মিথ্যা অপবাদে দুই কিশোরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

জানা যাচ্ছে, সপ্তাহখানেক আগে রাজকোটের ওই গয়নার দোকানে চুরি হয়েছিল। দোকানের মালিকের সন্দেহ হয় এই দুই কিশোরের উপর। তারপর গত বৃহস্পতিবার দুই কিশোরকে ডেকে পাঠানো হয়েছিল গোডাউনে। সেখানেই দু’জনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমন হয় যে দু’জনেই উত্তম-মধ্যম প্রহারের চোটে বেহুঁশ হয়ে পড়েছিল। এরপর দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, সেখানকার স্থানীয় থানার পুলিশ ইতিমধ্যেই ওই দোকান মালিক ও অন্য অভিযুক্তদের গ্রেফতার করেছে।

এদিকে সোমবার দুই কিশোরের দেহ গ্রামে এসে পৌঁছনোর আগে দুপুরে গ্রামে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিডিও সেবন্তী বিশ্বাস, কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল ও কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগও। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। তাঁদের পাশে থাকার বার্তা দেন। মন্ত্রীকে কাছে পেয়ে, কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

Next Article