West Bengal Assembly Election 2021 Phase 5: এজেন্টকে খাবার দিতে যাওয়া বিজেপি কর্মীকে ড্রেনে ফেলে বেদম মার, কাঠগড়ায় তৃণমূল

ঋদ্ধীশ দত্ত |

Apr 17, 2021 | 4:10 PM

বিজেপি কর্মীর দাবি, খাবার দিতে যাওয়ার সময় কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে মারতে মারতে ড্রেনে ফেলে দেয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় রসিকপুর এলাকায়।

West Bengal Assembly Election 2021 Phase 5: এজেন্টকে খাবার দিতে যাওয়া বিজেপি কর্মীকে ড্রেনে ফেলে বেদম মার, কাঠগড়ায় তৃণমূল
নিজস্ব চিত্র

Follow Us

বর্ধমান: বিক্ষিপ্ত অশান্তিকে সঙ্গী করেই পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে রাজ্যের ৪৫ টি বিধানসভা আসনে। তবে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে নানা কেন্দ্রে। এ বার বিজেপি কর্মীকে মারধর করে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের রসিকপুরে।

বিজেপির দাবি, রসিকপুরের ৪৩ নম্বর বুথের দলীয় এজেন্টকে খাবার দিতে যাওয়ার সময় শান্তনু রায় নামক বিজেপি কর্মীকে ধরে মারধর করা হয়। মারধরের অভিযোগ তোলা হয়েছে তৃণমূলে বিরুদ্ধে। বিজেপি কর্মীর দাবি, খাবার দিতে যাওয়ার সময় কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে মারতে মারতে ড্রেনে ফেলে দেয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় রসিকপুর এলাকায়।

শান্তনুর দাবি, “যখন খাবার দিতে গেছিলাম তখন তৃণমূলের কয়েকজন এসে ঘিরে ধরে জানতে চায় কেন এসেছি। বললাম বিজেপি এজেন্ট মিলন পাঠককে খাবার দিতে এসেছি। এরপর তিন চারজন এসে চড়, থাপ্পড়-ঘুসি মেরে গাড়ি ফেলে দিয়ে আমাকে ড্রেনে ঢুকিয়ে লাথ জুতো সব মারল। আমি বিজেপি করি বলেই আমায় মারল।”

আরও পড়ুন:  গয়েশপুরে তৃণমূলের ‘বোমাবাজি’, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দুই বিজেপি কর্মী

এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রসিকপুর এলাকায়। উল্লেখ্য, কয়েকদিন আগে এই রসিকপুর এলাকায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের র‍্যালিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। যার পর ভাঙচুর করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়।

আরও পড়ুন: তুমুল ইটবৃষ্টি! পঞ্চাম দফায় যুযুধান পক্ষের সংঘর্ষে উত্তপ্ত সল্টলেক

Next Article