পূর্ব বর্ধমান: পঞ্চম দফার (West Bengal Assembly Election 2021 Phase 5) ভোট চলাকালীন বিজেপির ক্যাম্প অফিসে ঢুকে এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল রায়নায়। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পলাশনের ১৩৬ নম্বর বুথের ঘটনা। আক্রান্ত বিজেপি কর্মীকে স্থানীয় রায়না হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলই এই মারধর করেছে।
এদিন দুপুরে ক্যাম্প অফিসে ছিলেন বিজেপির রাধাকান্ত মালিক। হঠাৎই একদল তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। মারধর শুরু করে তাঁকে। আক্রমণকারীদের মধ্যে মহিলারাও ছিলেন। এই ঘটনা ঘিরে তুমুল হইচই শুরু হয়। দু’পক্ষেরই লোকজন তেড়ে যায় একে অপরের দিকে। শান্তিপূর্ণ ভোটের আবহ হঠাৎই হয়ে ওঠে অগ্নিগর্ভ।
রাধাকান্তের অভিযোগ, “ক্যাম্প করে বসেছিলাম। পাশেই তৃণমূলের মহিলারাও ক্যাম্প করে বসেছিল। ওনারা আমাদের নিয়ে নানা কথা বলছিল। আমরা সাড়া দিইনি। এরইমধ্যে ওদের কয়েকজন ছেলে এসে বলল ওদের মার। মারধর শুরু করলেন মহিলারা। ওরা তো মহিলা। আমরা তো কিছু বলতে পারব না। সেই সুযোগে এই অবস্থা করল।” যদিও তৃণমূলের দাবি, “একদম মিথ্যা কথা। ওরা নানা প্ররোচনা দিচ্ছে সকাল থেকেই। যখনই বুঝে গিয়েছে মানুষ ওদের পাশে নেই, বিপুল ভোটে জিতবে, ছেলেদের মদ খাইয়ে এলাকা উত্তপ্ত করেছে।”