West Bengal Assembly Election 2021 Phase 5: তুমুল ইটবৃষ্টি! পঞ্চাম দফায় যুযুধান পক্ষের সংঘর্ষে উত্তপ্ত সল্টলেক

পঞ্চম দফার (West Bengal Assembly Election 2021 Phase 5) নির্বাচনে উত্তপ্ত সল্টলেক (Saltlake)। বিজেপি (Bengal BJP) -তৃণমূল (TMC) সংঘর্ষ বাসন্তীদেবী কলোনি এলাকায়। চলছে ইটবৃষ্টি।

West Bengal Assembly Election 2021 Phase 5: তুমুল ইটবৃষ্টি! পঞ্চাম দফায় যুযুধান পক্ষের সংঘর্ষে উত্তপ্ত সল্টলেক
হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি-তৃণমূল কর্মীরা
Follow Us:
| Updated on: Apr 17, 2021 | 11:58 AM

সল্টলেক: পঞ্চম দফার (West Bengal Assembly Election 2021 Phase 5) নির্বাচনে উত্তপ্ত সল্টলেক (Saltlake)। বিজেপি (Bengal BJP) -তৃণমূল (TMC) সংঘর্ষ বাসন্তীদেবী কলোনি এলাকায়। চলছে ইটবৃষ্টি।

সকালে সল্টলেকের শান্তিনগর এলাকায় উত্তেজনা ছড়ায়। বুথের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি-তৃণমূল কর্মীরা। ছিলেন মহিলারাও। শুরু হয় ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। একে অপরের দিকে আধলা ইট ছু়ড়তে থাকেন। পুলিস কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 5: বুথে ভোটাররা, ভোট চলাকালীন আচমকাই একটা শব্দ, মৃত্য়ু এজেন্টের! কামারহাটিতে ভয়ঙ্কর কাণ্ড

পুলিশ এরিয়া ডোমিনেশন করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকিং করতে শুরু করে পুলিশ। পুলিশ কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কিছুক্ষণের মধ্যে বাসন্তীদেবী কলোনি এলাকাতেও উত্তেজনা ছড়ায়। সেখানেও শুরু হয় দু’পক্ষের ইটবৃষ্টি।

খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। জমায়েত সরাতে অভিযানে নামে তারা। কিছু জায়গায় লাঠি উঁচিয়েও ভিড়ের দিকে তেড়ে যান পুলিশকর্মীরা। মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে পুলিশ। এরিয়া ডোমিনেশন চলছে।  ভোট দেওয়া ছাড়া অন্য কোনও কারণে রাস্তায় অবৈধ জমায়েত করা হলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও মাইকিং করতে থাকে পুলিশ।