Bengal Panchayat Election: রায় পরিবারের দুই বউ দুই দলের প্রার্থী, তৃণমূল-বিজেপির লড়াই কি হেঁশেলেও লাগল?

Panchayat Elections 2023: ভোট এলেই এই ছবি দেখা যায় বিভিন্ন জায়গায়। একই বাড়ির দুই সদস্য দুই প্রতীকে ভোটে লড়ছেন। ঘরের উঠোন পার করে রাজনীতির আঙিনায় পা রাখলে, সম্পর্কেও কি বদল আসে?

Bengal Panchayat Election: রায় পরিবারের দুই বউ দুই দলের প্রার্থী, তৃণমূল-বিজেপির লড়াই কি হেঁশেলেও লাগল?
বাঁদিকে পিয়া রায়, ডানদিকে ছায়া রায়।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 1:57 PM

মেদিনীপুর: পঞ্চায়েত ভোট এলেই এমন রঙিন চিত্রের দেখা মেলে। যে ভাইদের এক হাঁড়ি, যে জায়ের দুই বোনের মতো সম্পর্ক, ভোটের ময়দানে তাঁরাই যুযুধান। ভিন প্রতীকে ভোটে দাঁড়িয়ে পাড়ায় রীতিমতো হইচই ফেলে দেয় তাঁরা। এমন চিত্র এবারও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। যেমন মেদিনীপুর জেলার মনসুকা-২ গ্রাম পঞ্চায়েত। এখানে রায় পরিবারের দুই বউ দু’দলের প্রার্থী। পরিবারের বড় বৌমা ছায়া রায় এবার ভোটে লড়ছেন বিজেপির হয়ে। ছোটজন পিয়া রায়ের প্রতীক ঘাসফুল। তৃণমূলের প্রার্থী তিনি। দলীয় প্রতীক পেতেই জোর কদমে চলছে ভোটের প্রচার। দেওয়াল লিখন, পোস্টার তৈরি, এলাকায় দলীয় পতাকা লাগানোর কাজ, সবেতেই থাকছেন তাঁরা। বাড়িতে একসঙ্গেই ঘরের কাজে হাত লাগান তাঁরা। হাসিঠাট্টায় সংসার সামলে দিন কাটে তাঁদের। তাঁরা জানালেন, সারাদিন দুই দলের হয়ে প্রচার করলেও সন্ধ্যায় প্রচার শেষে ঘরে ফিরে আবারও চেনা ছন্দে।

বিজেপি প্রার্থী ছায়া রায় বলেন, “আমার জা পিয়া রায় প্রার্থী হয়েছে তৃণমূলের। আমি বিজেপির প্রার্থী। ও ওর মতো ভোটের প্রচার করছে, আমি আমার মতো প্রচার করছি। তবে ভোটের রাজনীতি আমাদের সংসারে কোনও দাগ কাটে না। আমাদের সম্পর্ক খুবই ভাল।”

পিয়ার কথায়, দলীয় রাজনীতির প্রভাব কখনওই সংসারে পড়বে না। পিয়া বলেন, “সম্পর্ক এক জায়গায়, রাজনীতি এক জায়গায়। দু’টোকে আমরা কেউই গুলিয়ে ফেলছি না। ভোট মানুষ দেবেন। যাঁকে বেছে নেবেন, তিনিই আগামী ৫ বছর মানুষের কাজ করবেন।” এই জেলারই চন্দ্রকোনায় মানিককুণ্ডু গ্রামপঞ্চায়েতেও কাশকুলি বুথে এই ছবি দেখা গিয়েছে। মিতালি মূলা ও মামনি মূলা সম্পর্কে জা। মিতালি লড়ছেন বিজেপির টিকিটে, মামনি তৃণমূলের প্রার্থী।