BJP MP Ahluwalia: ‘আলুওয়ালিয়া সাহেব নিখোঁজ, কেউ দেখলে যোগাযোগ করুন’, এবার বিজেপি সাংসদের নামে পড়ল পোস্টার

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 01, 2022 | 11:54 AM

Purba Burdwan: এই পোস্টার নিয়ে বিজেপির আঙুল তৃণমূলের দিকে। পাল্টা শাসকদলের দাবি, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

BJP MP Ahluwalia: আলুওয়ালিয়া সাহেব নিখোঁজ, কেউ দেখলে যোগাযোগ করুন, এবার বিজেপি সাংসদের নামে পড়ল পোস্টার
নিখোঁজ পোস্টার সাংসদের নামে।

Follow Us

পূর্ব বর্ধমান: জেলায় জেলায় ‘পোস্টার রাজনীতি’। এলাকার বিধায়ক, সাংসদের ছবি ছাপিয়ে ‘নিখোঁজ’ বার্তা দেওয়া হচ্ছে রাস্তা কিংবা গলির মোড়ে। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের পর এবার সেই ‘পোস্টার রাজনীতি’র মুখ বর্ধমানের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া (MP S S Ahluwalia)। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এসএস আলুওয়ালিয়া। তাঁর ছবি দিয়ে পোস্টার পড়েছে অনাময় হাসপাতাল এলাকার আশেপাশে। এলাকার লোকজন জানান, মঙ্গলবার সকালেই তাঁরা এই পোস্টার দেখতে পান।

পোস্টারে লেখা রয়েছে, ‘বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ Ahluwalia সাহেব নিখোঁজ। কোনও সহৃদয় ব্যক্তি যদি ওনাকে দেখতে পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জনগন অপেক্ষায় রইল।’ এই পোস্টার ঘিরে সকাল থেকেই বর্ধমানে জোর চর্চা শুরু হয়।

গত লোকসভা ভোটে বিজেপি তাঁকে প্রার্থী করে। ভোটে জেতেনও তিনি। স্থানীয়দের একাংশের অভিযোগ, ভোটে জিতলেও সাংসদ এলাকায় আসেন না। কোনও কর্মসূচিতেও থাকেন না তিনি। প্রায় আড়াই বছর হতে চলল তাঁর দেখা পাননি এলাকার বাসিন্দারা। কোভিডের কঠিন সময়েও সাংসদ একবারের জন্য এলাকায় আসেননি বলে অভিযোগ। এমনকী বিজেপি বিধানসভা ভোটে হারার পর বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। তখনও পাশে দাঁড়াননি সাংসদ।

যদিও বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীরঞ্জন কুমার সাউয়ের বক্তব্য, “এ কাজ তৃণমূলের হতে পারে। একেবারেই মিথ্যা প্রচার করা হচ্ছে। উনি এলাকায় নিয়মিত যোগাযোগ রাখেন। নানা সমস্যায় পাশে দাঁড়ান। এমনকী অন্য দলের লোকজনও উপকার পেয়েছেন। আর সাংসদ হিসাবে নানা কাজের জন্য ওনাকে দিল্লি থাকতেই হয়।”

তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাসের অবশ্য বক্তব্য, “এটা নতুন কিছু নয়। যেখানেই উনি জেতেন, মানুষ তাঁকে পান না। এটা মানুষের ক্ষোভ। সাধারণ মানুষ হয়ত ক্ষোভ প্রকাশ করে এই পোস্টার দিয়েছেন। ওনার কর্মীরাই ওনাকে নানা সময়ে পান না। তা নিয়েও ক্ষোভ রয়েছে ওনাদের দলেই। তাঁরাও পোস্টার দিয়ে থাকতে পারেন। তৃণমূল এসব কাজ করে না।”

Next Article