Rahul Sinha: ‘অভিযোগ তুললেই অভিযুক্ত নয়’, বিজেপির রাহুলের কণ্ঠেও সেই সুর

Manatosh Podder | Edited By: সঞ্জয় পাইকার

Nov 06, 2024 | 6:26 AM

Rahul Sinha: সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নাদন ঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক তৃণমূল নেতা। এদিন এই নিয়েই প্রশ্ন করা হয় রাহুল সিনহাকে। যার জবাবে তিনি বলেন, "অভিযোগ তো কেউ কারও বিরুদ্ধে তুলতেই পারে। কিন্তু, অভিযোগ তুললেই কেউ অভিযুক্ত হয়ে গেল না।"

Rahul Sinha: অভিযোগ তুললেই অভিযুক্ত নয়, বিজেপির রাহুলের কণ্ঠেও সেই সুর
বিজেপি নেতা রাহুল সিনহা

Follow Us

মেমারি: কারও বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁকে কি অভিযুক্ত বলা যাবে না? এবার বিজেপি নেতা রাহুল সিনহার এক মন্তব্যে এই প্রশ্ন উঠল। মঙ্গলবার পূর্ব বর্ধমানের মেমারিতে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে বিজেপি নেতা বলেন, অভিযোগ উঠলেই কেউ অভিযুক্ত হয়ে যায় না।

এদিন মেমারিতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। সেখানে ২০২৬ সালে বাংলায় সরকার পরিবর্তনের ডাক দেন। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে সরব হন।

সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দেওয়ার সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রসঙ্গ ওঠে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বিরুদ্ধে স্কুলের জমি বিক্রির অভিযোগ তোলেন। এই নিয়ে সুকান্তর বিরুদ্ধে নাদন ঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক তৃণমূল নেতা। এদিন এই নিয়েই প্রশ্ন করা হয় রাহুল সিনহাকে। যার জবাবে তিনি বলেন, “অভিযোগ তো কেউ কারও বিরুদ্ধে তুলতেই পারে। কিন্তু, অভিযোগ তুললেই কেউ অভিযুক্ত হয়ে গেল না।” তারপরই তিনি বলেন, যে কেসের কোনও ভিত্তি নেই। সেই কেস এরকম হাজারটা হয়।

এর আগে নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযুক্ত নিয়ে এক মন্তব্যে আলোচনা হয়েছিল। সেইসময় মুখ্যমন্ত্রীর কণ্ঠেও একই কথা শোনা গিয়েছিল।

 

Next Article