আট মাস পর সর্বমঙ্গলা মন্দিরে ভোগ বিলি
একটা সময় বর্ধমানের এই অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরে নবান্ন উৎসব দিয়ে জেলায় নবান্নের সূচনা হতো।

TV9 বাংলা ডিজিটাল: প্রতি বছর নবান্ন উৎসব (Nabanna Festival) ঘিরে হাজার হাজার মানুষের ভিড় হয় পূর্ব বর্ধমান (Purba Burdwan)-এর সর্বমঙ্গলা মন্দিরে (Sarbamangala Mandir)। শোনা যায়, একটা সময় বর্ধমানের এই অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরে নবান্ন উৎসব দিয়ে জেলায় নবান্নের সূচনা হতো। কাকভোর থেকে মানুষের সমাগম হতো। এখন অবশ্য সময় বদলেছে। নবান্ন উপলক্ষে গ্রামে গ্রামে পুজো হয়। তবু এদিনটা যতটা সম্ভব জেলার মানুষ চান একবার মায়ের দর্শন করতে। এ বছরও বহু মানুষ এসেছিলেন নবান্ন অনুষ্ঠানে। তবে অতিমারির আবহে সবরকম স্বাস্থ্য়বিধি মেনে মন্দিরে ঢোকার অনুমতি মেলে ভক্তদের।
আরও পড়ুন: ‘দাদার অনুগামী’ লেখা পোস্টার কাটোয়ায়
রবিবার প্রায় আট মাস পর সর্বমঙ্গলা মন্দির ((Sarbamangala Mandir))-এ ভোগ বিতরণ করা হল। সকাল থেকেই মানুষের দীর্ঘ লাইন। তবে অন্যান্যবারের তুলনা এ বছর সেই লাইন অনেকটাই হালকা ছিল। প্রত্যেকে এসেছিলেন মাস্ক পরে। মন্দিরের ঢোকার রাস্তায় বসানো হয়েছিল স্যানিটাইজারের টানেল। মালসায় শালপাতা দিয়ে ঢেকে ভোগবিলি করা হয়। তবে এবার বসে খাওয়ার কোনও ব্যবস্থাই রাখা হয়নি।
