Telia Vola: দিঘার মোহনায় ‘লক্ষ্মীলাভ’, মিলল ৩২ লক্ষ টাকার তেলিয়া ভোলা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 08, 2022 | 8:48 PM

শনিবার সকালে দিঘা মোহনা আড়তে মাছ গুলি এলেই ভিড় জমে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও এসে ভিড় জমান মাছগুলিকে দেখার জন্য।

Telia Vola: দিঘার মোহনায় ‘লক্ষ্মীলাভ’, মিলল ৩২ লক্ষ টাকার তেলিয়া ভোলা
তেলিয়া ভোলা

Follow Us

দিঘা: পূর্ব ভারতের সব থেকে বড় মৎস্য আরোহণ কেন্দ্র দিঘার মোহনা। সেখানে সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার দেখা মিলেছে তেলিয়া ভোলার। শনিবারও মৎস্যজীবীরে জালে উঠেছে বেশ কয়েকটি তেলিয়া ভোলা। জালে জড়ানো বেশির ভাগ মাছই ১৫-২০ কিলোগ্রাম বা তার বেশি ওজনের।  দিঘার মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সেই মাছ বিক্রি করে প্রায় ৩২ লক্ষ টাকা পেয়েছেন ট্রলার মালিক তপন দাস। দিন কয়েক আগে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল তাঁর ট্রলার ‘বিশ্বেশ্বরী’। ফেরার আগে বৃহস্পতিবার সমুদ্রে শেষ জাল টানেতেই মৎস্যজীবীদের জালে ওঠে ‘লক্ষ্মী’। জাল তুলতেই উঠে আসে তেলিয়া ভোলার ঝাঁক। সেই জালে ধরা পড়ে মোট ২২টি তেলিয়া ভোলা মাছ। ওই ২২টি মাছের ওজন প্রায় ৪২১ কিলোগ্রাম।

শনিবার সকালে দিঘা মোহনা আড়তে মাছ গুলি এলেই ভিড় জমে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও এসে ভিড় জমান মাছগুলিকে দেখার জন্য। দীর্ঘ দরদামের পর ৬১ কেজি ওজনের দুটি মাছ ২২ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়। যে ৬টি মাছের ওজন হয় ১৩৭ কেজি, সেগুলি ৬ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নেয় একটি সংস্থা। ২২৩ কেজি ওজনের বাকি ১৪ টি মাছ ৪ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে নেয় ওপর এক সংস্থা। সব মিলিয়ে মোট ৩১ লক্ষ ৮১ হাজার ৯০০ টাকায় বিক্রি হয় ২২টি মাছ।

দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস এ নিয়ে বলেছেন, “আন্তর্জাতিক বাজারে তেলিয়া ভোলা মাছের ব্যাপক চাহিদা রয়েছে। ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এর পটকা। যার জালে এই মাছ ওঠে তাঁর লক্ষ্মীলাভ হয়।“

Next Article