Women’s Day 2022: রক্ত সংকট মেটাতে লম্বা লাইন মহিলাদের, ‘পাশে আছি’ জানালেন অতিরিক্ত পুলিশ সুপার

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 08, 2022 | 8:16 PM

Purba Medinipur: উপস্থিত ছিলেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংলা,মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা,সি আই (কাঁথি)কৃষ্ণেন্দু প্রধান, রামনগর ১পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মোনালিসা সাঁতরা সহ বিশিষ্ট অতিথির,সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুষ্কা মাইতি।

1 / 5
উপকূল থানায় রক্তের সংকট মেটাতে নারীদের লাইন। নারী সুরক্ষায় সব সময় রয়েছে পুলিশ দাবি অতিরিক্ত পুলিশ সুপারের

উপকূল থানায় রক্তের সংকট মেটাতে নারীদের লাইন। নারী সুরক্ষায় সব সময় রয়েছে পুলিশ দাবি অতিরিক্ত পুলিশ সুপারের

2 / 5
আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে জেলার বিশেষ উদ্যোগ। মন্দারমনি কোস্টাল থানার উদ্যোগে মঙ্গলবার কোস্টাল থানা এলাকায় এক রক্তদান  শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংলা,মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা,সি আই (কাঁথি)কৃষ্ণেন্দু প্রধান, রামনগর ১পঞ্চায়েত সমিতির  সভাপতি শম্পা মহাপাত্র,  রামনগর দুই  পঞ্চায়েত সমিতির সভাপতি মোনালিসা সাঁতরা সহ বিশিষ্ট অতিথির,সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুষ্কা মাইতি।

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে জেলার বিশেষ উদ্যোগ। মন্দারমনি কোস্টাল থানার উদ্যোগে মঙ্গলবার কোস্টাল থানা এলাকায় এক রক্তদান শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংলা,মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা,সি আই (কাঁথি)কৃষ্ণেন্দু প্রধান, রামনগর ১পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মোনালিসা সাঁতরা সহ বিশিষ্ট অতিথির,সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুষ্কা মাইতি।

3 / 5
এই কর্মসূচিতে  প্রায় ১০০জনের কাছাকাছি রক্ত দাতা উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে প্রায় ৪০ জনের বেশি মহিলা রক্ত দেন। ২০ জন আশাকর্মীকে সন্মান জানানো হয়।

এই কর্মসূচিতে প্রায় ১০০জনের কাছাকাছি রক্ত দাতা উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে প্রায় ৪০ জনের বেশি মহিলা রক্ত দেন। ২০ জন আশাকর্মীকে সন্মান জানানো হয়।

4 / 5
রক্তদানে পিছিয়ে নেই মহকুমা পুলিশ আধিকারিক, সি আই, ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক।

রক্তদানে পিছিয়ে নেই মহকুমা পুলিশ আধিকারিক, সি আই, ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক।

5 / 5
এই প্রথম নারী দিবসে এত মহিলা একসঙ্গে রক্ত দিয়েছেন বলে জানান থানার ওসি অনুষ্কা মাইতি। অতিরিক্ত পুলিস সুপার মানব সিংহল বলেন, "আমরা  পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বত্রই মহিলা সুরক্ষায় নজরদারি রয়েছে। নারী শক্তিকে জাগ্রত করার জন্য পুলিশের উদ্দ্যোগে বিভিন্ন সময় আত্মরক্ষার ক্যাম্প করে থাকি। যাতে সাধারণ মানুষ না ভাবেন ওনারা একা রয়েছেন। পুলিশ সর্বদা রয়েছেন সঙ্গে।"

এই প্রথম নারী দিবসে এত মহিলা একসঙ্গে রক্ত দিয়েছেন বলে জানান থানার ওসি অনুষ্কা মাইতি। অতিরিক্ত পুলিস সুপার মানব সিংহল বলেন, "আমরা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বত্রই মহিলা সুরক্ষায় নজরদারি রয়েছে। নারী শক্তিকে জাগ্রত করার জন্য পুলিশের উদ্দ্যোগে বিভিন্ন সময় আত্মরক্ষার ক্যাম্প করে থাকি। যাতে সাধারণ মানুষ না ভাবেন ওনারা একা রয়েছেন। পুলিশ সর্বদা রয়েছেন সঙ্গে।"

Next Photo Gallery