দিঘায় দেখা মিলল দৈত্যাকৃতি চিল শংকর মাছের। ছবি তুলতে হুড়োহুড়ি।
দিঘার কৈলাস বরের মা দুর্গা ট্রলারে ধরা পড়েছে এই দৈত্যাকৃতি চিল শংকর মাছের।
জালে পড়ার পর দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসা হয় মাছটিকে। তখনই বিশাল আকৃতির মাছটিকে দেখতে এবং ছবি তুলতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্য়ে।
দিঘায় আগত পর্যটকদেরও ভিড় জমে যায় বাজারে। চিল শংকর মাছটির ওজন প্রায় ৫০০ কিলোর কাছাকাছি।
অনেক দরদামের পর নিলামে কুড়ি হাজার টাকায় কলকাতার একটি কোম্পানি কিনে নেয় মাছটিকে।
এই মরশুমে এই প্রথম এত বড় মাছ এই প্রথম উঠল দিঘায়। ক্রেতাদের উন্মদনা দেখে খুশির ঝিলিক ব্যবসায়ীদের মুখে।
স্থানীয় ব্যবসায়ী, আবু সেলিম মণ্ডল বলেন, “সচরাচর এত বড় মাছ দেখতে পাওয়া যায় না। অনেকদিন বাদেই আজ এই মাছ মৎসজীবদের জালে ধরা পড়ল। মিলামে তোলার পর শেষ পর্যন্ত ২০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।”