এগরা: সম্প্রতি এগরা বিস্ফোরণকাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের উদ্ধার এগরা থেকেই উদ্ধার বাজি ও বোমা তৈরির সরঞ্জাম। এগরা বিধানসভার খাদিকুল গ্রামের ভয়াবহ বিস্ফোরণের পর দফায় দফায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে সোমবার সকালে এগরা ২ ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সাহাড়াদা গ্রামে একটি ডোবা থেকে উদ্ধার হয় ৭ বস্তা বারুদ ও বোমা তৈরির মশলা। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেয় এগরা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সমর ডিঙালের বাড়ি ডোবা পুকুর থেকে ওই ৭ বস্তা বারুদ ও বোমা তৈরির মশলা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এত পরিমাণ মশলা কীভাবে এল তা নিয়ে রীতিমতন চাঞ্চল্য তৈরি হয়েছে। এগরা থানার আইসি স্বপন গোস্বামী বলেন, “এগরায় খাদিকুলে ঘটনার পর বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চলছে। গ্রেফতারে ভয়ে গভীর রাতে স্থানীয় একটি ডোবাতে ফেলে দিয়ে পালায়। উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, “শাসক দল তৃণমূল কংগ্রেস এগরা বিধানসভাকে সেভ করিডর হিসেবে ব্যবহার করছে। এগরা খাদিকুল গ্রাম থেকে শুরু করে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা একটি ডোবা থেকে ৭ বস্তা বারুট ও বোমা উদ্ধার তা প্রমাণ করে। বাংলায় তো শিল্প নেই, দিদির অনুপ্রেরণায় বোম শিল্প তৈরি করছে ।” যদিও, তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।
প্রসঙ্গত, সম্প্রতি কয়েকদিন আগে এগরা খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে মালিক সহ ১২ জনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণ ছাড়া রাজ্য নাড়িয়ে দিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে কার্যত উদ্বিগ্ন, এগরা থানা কর্তব্যরত আইসি মৌসম চক্রবর্তীকে শোকজ ও পরবর্তীকালে বদলি করা হয়। এই ঘটনায় তদন্ত ভার রাজ্য গোয়েন্দা দপ্তর অর্থাৎ সিআইডিকে তুলে দেওয়া হয়। এরপর সেই রেশ কাটতে না কাটতে ফের গতকাল আবার ভয়াবহ বিস্ফোরণ হয় বজবজের বাজির কারখানায়।
দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলোক মহাপাত্র এদিন বলেন, ‘মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি চক্রান্ত করছে। যারা ব্যবসা করে, তারা এভাবে যেখানে সেখানে বাজি ফেলে রাখবে না। উন্নয়নের ধাক্কায় বিজেপি পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে, তাই তারা এইভাবে ষড়যন্ত্র করছে।’