Egra Blast: পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু, এগরায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য বিজেপির

Kanishka Maity | Edited By: Soumya Saha

May 22, 2023 | 8:16 PM

Egra Blast: বিস্ফোরণের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজে গিয়েছিলেন ঘটনাস্থলে। মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। এবার বিরোধী দলনেতার সেই প্রতিশ্রুতি মতো আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হল ক্ষতিগ্রস্ত দশটি পরিবারের কাছে।

Egra Blast: পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু, এগরায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য বিজেপির
এগরায় ক্ষতিগ্রস্তদের পাশে বিজেপি

Follow Us

এগরা: এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের (Egra Blast) ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। বিস্ফোরণে কারখানার মালিক ভানু বাগ-সহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের দেহ এখনও শনাক্ত করা যায়নি। বিস্ফোরণের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজে গিয়েছিলেন ঘটনাস্থলে। মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। এবার বিরোধী দলনেতার সেই প্রতিশ্রুতি মতো আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হল ক্ষতিগ্রস্ত দশটি পরিবারের কাছে। এদিন বিকেলে বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিত, দলের সাধারণ সম্পাদক সৌমেন্দ অধিকারী, চন্দ্রশেখর মণ্ডল, বিধায়ত অরূপ কুমার বিশ্বাস, বিধায়ক সুমিতা সিনহা ও দলের অন্যান্য জেলাস্তরের নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে আর্থিক সাহায্য তুলে দেন।

উল্লেখ্য, এগরার এক বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছিল। পরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন প্রাণ হারান। এদিকে বিস্ফোরণের পরই বাজি কারখানার মালিক ভানু বাগকে গুরুতর জখম অবস্থায় এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওড়িশায়। কটকের এক হাসপাতালে প্রায় ৭০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছিল ভানুর। এগরার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শুভেন্দু অধিকারী বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন। একইসঙ্গে রাজ্যের পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতেও সরব হয়েছিলেন শুভেন্দু। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছিলেন সেদিনই।

সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পর বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস আরও একবার আক্রমণ শানান রাজ্যের শাসক শিবিরকে। রাজ্য সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, ‘সারা বাংলাতেই বোমা তৈরির শিল্প শুরু হয়েছে। সারা বাংলাতে বোমা উদ্ধার হবে, এতে অবাক হওয়ার কোনও বিষয় নেই।’  এগরার ওই বাজি কারখানায় যে শুধুই বাজি তৈরি হত, এমন বিষয়ও মানতে নারাজ তিনি। এদিকে বিজেপির তরফে আর্থিক সাহায্য পাওয়ার পর নিহতদের পরিবার বলছেন, ‘ঘটনার পর এসে শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন, আজকে বিধায়ক থেকে নেতৃত্বরা এসে আমাদেরকে সাহায্য করলেন।’

Next Article