AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: জালে ৭টি তেলিয়া ভোলা! ১৩ কেজি ওজনের একটি মাছের দাম উঠল ২২ হাজার ১০০ টাকা!

West Bengal: এ দিন, সকালবেলা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে মাছ দেখার জন্য ভিড় জমে যায়।

| Edited By: | Updated on: Jul 31, 2022 | 12:36 PM
Share
এই প্রথম নয়, এর আগেও দিঘা মোহনায় উঠেছিল পেল্লাই আকৃতির ভোলা। এরপর ফের লক্ষাধিক টাকা মূল্যের ভোলার দেখা মিলল দিঘায়

এই প্রথম নয়, এর আগেও দিঘা মোহনায় উঠেছিল পেল্লাই আকৃতির ভোলা। এরপর ফের লক্ষাধিক টাকা মূল্যের ভোলার দেখা মিলল দিঘায়

1 / 5
রবিবার দিঘা মোহনায় পাইকারি মাছের আড়তে উঠলো কয়েক লক্ষ টাকা দামের তেলিয়া ভোলা। ওড়িশার একটি ট্রলারের জালে ছ'টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে।

রবিবার দিঘা মোহনায় পাইকারি মাছের আড়তে উঠলো কয়েক লক্ষ টাকা দামের তেলিয়া ভোলা। ওড়িশার একটি ট্রলারের জালে ছ'টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে।

2 / 5
এ দিন, সকালবেলা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে মাছ দেখার জন্য ভিড় জমে যায়।

এ দিন, সকালবেলা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে মাছ দেখার জন্য ভিড় জমে যায়।

3 / 5
ছ'টি মাছের দরদাম শুরু হলে কলকাতার সান অ্যান্ড কোম্পানি প্রথম তিনটি তেলিয়া ভোলা ৭১ কেজি ওজন ১৭ হাজার টাকা কিলো দরে ১২ লক্ষ ৭ হাজার টাকায় কিনে নেয়।

ছ'টি মাছের দরদাম শুরু হলে কলকাতার সান অ্যান্ড কোম্পানি প্রথম তিনটি তেলিয়া ভোলা ৭১ কেজি ওজন ১৭ হাজার টাকা কিলো দরে ১২ লক্ষ ৭ হাজার টাকায় কিনে নেয়।

4 / 5
অপর একটি১৩ কেজি ওজনের ১৭০০ টাকা কিলো দরে ২২ হাজার একশো টাকায় এসএফটি কোম্পানি কেনে মাছ।

অপর একটি১৩ কেজি ওজনের ১৭০০ টাকা কিলো দরে ২২ হাজার একশো টাকায় এসএফটি কোম্পানি কেনে মাছ।

5 / 5