নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ধান ক্ষেত থেকে হঠাৎ উদ্ধার এক মানব কঙ্কাল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামে। আমন ধানের মরশুম চলছে। গ্রামের কয়েকজন চাষী আজ সকালে মাঠে ধান কাটতে যাচ্ছিলেন। সেই সময়েই মাঠের মধ্যে একটি চাদর পড়ে থাকতে দেখেন তাঁরা। কার চাদর পড়ে রয়েছে, সেই বিষয়ে খোঁজাখুঁজি শুরু হয়। তখন এক চাষিই প্রথমে দাবি করেন, ওই চাদরটি অনিল কর নামে এক স্থানীয় বাসিন্দার। প্রসঙ্গত, এই অনিল করকে গত এক মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত ২৬ অক্টোবর থেকে তিনি নিখোঁজ। এরপর খোঁজাখুঁজি করতে গিয়েই কিছুক্ষণের মধ্যেই একটু দূরে ধানক্ষেত থেকেই উদ্ধার হয় এক মানব কঙ্কাল।
ধান ক্ষেতের মধ্যে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কঙ্কালটি। এক জায়গায় পড়ে ছিল হাড়গোড়। অন্য এক জায়গায় পড়ে ছিল বুকের পাঁজরের অংশ। এদিকে কঙ্কালের উদ্ধারের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান অনিল করের ছেলে খোকন কর। তাঁরও দাবি, ওই কঙ্কাল তাঁর বাবার। বলছেন, ধান ক্ষেতের মধ্যে যে চাদর ও লুঙ্গি পড়ে রয়েছে, সেই দেখেই তিনি বুঝে গিয়েছেন, সেটি তাঁর বাবার কঙ্কাল।
প্রসঙ্গত, অনিল কর নামে ওই বৃদ্ধের বয়স প্রায় ৭০ বছর। গত ২৬ অক্টোবর থেকে তাঁর কোনও খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকেরা। এরপরই আজ গ্রামেরই ধান ক্ষেত থেকে পাওয়া যায় বৃদ্ধের চাদর। অদূরেই পড়ে ছিল মানব কঙ্কাল। ধান ক্ষেতের মধ্যে মানব কঙ্কাল পড়ে থাকার খবর পৌঁছে যায় নন্দীগ্রাম থানাতেও। সঙ্গে সঙ্গে পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান এবং ওই কঙ্কালটি উদ্ধার করেন। যদিও ওই কঙ্কালটি অনিল করেরই কি না, সেটি এখনও স্পষ্ট করেনি পুলিশ। কঙ্কাল উদ্ধারের ঘটনায় স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।