Money Fraud Case: কোনও ফোন আসেনি, লিঙ্ক আসেনি, রাতারাতি খোয়া গেল চিকিৎসকের ৩ লক্ষ টাকা

Kanishka Maity | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 24, 2023 | 7:11 AM

Money Fraud Case: কাঁথির আইসি অমলেন্দু বিশ্বাস জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই চিকিৎসকের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্কের কাছে লিখিত আবেদন জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় হতবাক চিকিৎসক। কীভাবে টাকা খোয়া গেল বুঝে উঠতে পারছেন না।

Money Fraud Case: কোনও ফোন আসেনি, লিঙ্ক আসেনি, রাতারাতি খোয়া গেল চিকিৎসকের ৩ লক্ষ টাকা
প্রতারণার শিকার চিকিৎসক
Image Credit source: TV9 Bangla

Follow Us

কাঁথি: টাকা যাতে খোয়া না যায়, তার জন্য বারবার সাধারণ মানুষকে সতর্ক করছে ব্যাঙ্ক। তারপরও আটকানো যাচ্ছে না প্রতারণা। কোনও ফোন আসেনি, কেউ কোনও লিঙ্কও পাঠায়নি। তারপরও অ্যাকাউন্ট থেকে খোয়া গেল টাকা। প্রায় তিন লক্ষ টাকা খোয়া গেল কাঁথির চিকিৎসকের। কীভাবে এই ঘটনা ঘটল, কার কাছে গেল টাকা, তা খতিয়ে দেখছে পুলিশ। কোনও অভিনব পদ্ধতিতে চুরি হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ নভেম্বর কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক অয়ন মাইতি। ওই দিনই তাঁর অ্যাকাউন্ট থেকে খোয়া যায় প্রায় তিন লক্ষ টাকা। অভিযোগ, ২০ তারিখ দুপুর নাগাদ তাঁর একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যায়, অথচ তিনি কিছু জানতেই পারেননি। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা।

কাঁথির আইসি অমলেন্দু বিশ্বাস জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই চিকিৎসকের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্কের কাছে লিখিত আবেদন জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় হতবাক চিকিৎসক। অয়ন মাইতি জানিয়েছেন, গত কয়েক দিনে তাঁর কাছে কোনও সন্দেহজনক ফোন কল বা মেসেজ আসেনি। ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্যই তিনি অন্য কাউকে দেননি বলেও দাবি করেছেন।

Next Article