হলদিয়া: সকাল থেকেই ময়দানে ‘ছুটছেন’ তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, নন্দীগ্রামে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে পুলিশ। এরপর বেলা গড়াতেই দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পড়তে হল বিক্ষোভের মুখে। উঠল গো ব্যাক স্লোগান। বচসা। প্রার্থীকে দেখেই পাইপাই করে ছুটলেন গ্রামের মহিলারা। ঘটনাটি ঘটেছে হলদিয়ায়।
অভিযোগ, বুথের ভিতরে চলছিল ছাপ্পা। সেই অভিযোগ পেয়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছিলেন সেখানে। জানা যাচ্ছে, বিজেপি কর্মীরাই ছাপ্পা দিচ্ছিলেন। অভিযোগ, এরপর অভিজিৎ পৌঁছতেই গ্রামের মানুষের বাধার মুখে পড়তে হয় তাঁকে। তুমুল অশান্তি শুরু হয়। শেষে কিউআরটি দলকে ফোন করেন অভিজিৎ।
এরপর পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে এলে পরিস্থিতি সামাল দেয়। প্রায় প্রচুর লোক জমা হতে শুরু করেন। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, “বিজেপি বুঝতে পেরেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারছেন। তার জন্য় এরা বুথে ঢুকে গিয়ে ছাপ্পা মারছে। তাপসী মণ্ডল কীভাবে ঢুকলেন বুথের ভিতরে? উনি একজন বিধায়ক। উনি গুণ্ডাবাহিনীকে নিয়ে ভিতরে ঢুকলেন। এখানে তৃণমূলের কোনও ভূমিকা নেই। সাধারণ মানুষই প্রতিবাদ করেছেন।”