পাঁশকুড়া: টাকার বিনিমিয়ে পঞ্চায়েতে (Panchayat Election) টিকিট বিক্রির অভিযোগ নতুন নয়। এবার একই অভিযোগে বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পরাজিত বিজেপি প্রার্থীর। ইতিমধ্যেই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন রাজবিহারী রানা। তাঁর অভিযোগ, তমলুক সংগঠনিক জেলার বিজেপি নেতা জগদীশ প্রামাণিক প্রার্থী হওয়ার জন্য তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা চান। সেই প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিলেন রাজবিহারী। টাকা দিয়ে প্রার্থীও হন। অভিযোগ, প্রার্থী হওয়ার পর তাঁর থেকে আরও টাকা চাওয়া হয়। এদিকে বাড়িতে টাকার টানাটানি থাকায় গরু-বাছুর বিক্রি করেও আরও টাকা জগদীশের হাতে তুলে দেন রাজবিহারী।
কিন্তু, শেষ পর্যন্ত ভোটে হেরে যান তিনি। রাজবিহারীর দাবি, তাঁকে ভোটে হারানোর জন্য তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছিলেন জগদীশ। এ কথা জানতে পারার পর তিনি তাঁর টাকা ফেরত চাইতে যান। কিন্তু, টাকা ফেরত দেওয়ার বদলে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত টাকা না পেয়ে তিনি পাঁশকুড়া থানার দ্বারস্থ হন। এ ঘটনাকে কেন্দ্র জোর শোরগোল পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে।
যদিও জেলা বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, জগদীশকে কালিমালিপ্ত করতেই এ ধরনের অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, “জেলা কোষাধ্যক্ষ তথা পাঁশকুড়ার কনভেনার পদে রয়েছেন জগদীশ প্রামাণিক। এ অভিযোগ সর্বতোভাবে মিথ্য়া। তাঁর নামে বদনাম করতেই এ অভিযোগ করা হচ্ছে। আমরা ঘটনার কথা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি।”
তবে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় পদ্ম শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, “এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়। বিজেপি লুটেরাদের পার্টি এটা জানা ছিল। কিন্তু, নিজের দলের কর্মীদের কাছ থেকে যে ওরা লুট করে তা আজ জানা গেল।” তবে এ বিষয়ে জেলা বিজেপি নেতার জগদীশ প্রামাণিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।