Durga Puja Carnival 2022: ‘সুসজ্জিত রাজপথে কার বিসর্জনের আয়োজন? দুর্গা নাকি চোরেদের দলের’, তোপ শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 07, 2022 | 11:44 PM

Durga Puja Carnival 2022: পূর্ব মেদিনীপুর জেলার পুজো কার্নিভাল নিয়ে টুইটে তোপ শুভেন্দুর। পাল্টা উত্তর সৌমেন মহাপাত্রের।

Durga Puja Carnival 2022: সুসজ্জিত রাজপথে কার বিসর্জনের আয়োজন? দুর্গা নাকি চোরেদের দলের, তোপ শুভেন্দুর

Follow Us

তমলুক: রাত পোহালেই কলকাতা মাতবে পুজোর কার্নিভালে (Durga Puja Carnival 2022)। এদিকে তার আগে জেলায় জেলায় দেখা গেল কার্নিভালের আয়োজন। কার্নিভাল উপলক্ষে পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুককেও সাজিয়ে তুলেছিল জেলা প্রশাসন। যা নিয়ে তীব্র কটাক্ষ করতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। করলেন ফেসবুক পোস্ট। শুক্রবার শহরে লাগানো পুজো কার্নিভালের ব্যানারের একটি ভিডিয়ো পোস্ট করে ফেসবুকে শুভেন্দু লেখেন, “তমলুকে আজ দুর্গা পুজোর কার্নিভাল। তমলুকের সুসজ্জিত রাজপথ দেখে কি মনে হয়, কার বিসর্জনের আয়োজন? মা দুর্গার, নাকি চোরেদের দলের…”। তাঁর এই পোস্ট নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 

যদিও শুভেন্দুকে পাল্টা দিয়েছে ঘাসফুল শিবির। পাল্টা তোপ দাগতে দেখা গিয়েছে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক সৌমেন মহাপাত্র। তাঁর কথায়, “কার্নিভাল এবং বিসর্জন কথাটা এক নয়। কার্নিভাল মানে একটা ভ্রাম্যমাণ উৎসব। ওঁর বোঝা উচিত ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে পশ্চিমবাংলা। রাজ্য এই কার্নিভালের আয়োজন না করলে আন্তর্জাতিকমানের স্বীকৃতিটা আদায় করতে পারত না। আর সেটাকে উনি বিসর্জন বলছেন। এখন বিসর্জন কার সেই ব্যাপারটা উনিই ভালোভাবে জানবেন। চোর আখ্যা দেওয়াটা ওনার একটা গুণ। ওনার সব কিছুতেই চৌর্যবৃত্তি দেখেন। এই বিজেপি নামক দলটি তস্করের ভূমিকা পালন করছে। গোটা ভারতবর্ষকে দেউলিয়া করছে। তাই যেটা বলবেন একটু ভেবেচিন্তে বললেই ভাল হয়।”  

যদিও সরকারিভাবে বিরোধী দল নেতার টুইট প্রসঙ্গে বা কার্নিভাল নিয়ে জেলার প্রশাসনিক কর্তারা কিছুই বলতে চাননি। জেলা প্রশাসন, তথ্য সংস্কৃতি দফতর এবং তমলুক পুরসভার উদ্যোগেই এবার তমলুকে কার্নিভালে আয়োজন করা হয়েছে। তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমার মোট ১৯টি ক্লাব এবারের কার্নিভালে অংশ নেয়।

Next Article