BJP in Nandigram: দলের পদাধিকারীরাও নির্দলে! গেরুয়া শিবিরের চিন্তা বাড়াচ্ছে নন্দীগ্রাম

Kanishka Maity | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 17, 2023 | 3:35 PM

BJP in Nandigram: সমস্যা সমাধানের জন্য বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পালকে দূত হিসেবে পাঠানো হয়েছিল। কিন্তু, তাতেও সমস্যা মেটেনি।

BJP in Nandigram: দলের পদাধিকারীরাও নির্দলে! গেরুয়া শিবিরের চিন্তা বাড়াচ্ছে নন্দীগ্রাম
বিক্ষুব্ধ নেতা

Follow Us

নন্দীগ্রাম: তৃণমূলের গোষ্ঠীকোন্দল সামাল দিতে নন্দীগ্রামে বৈঠকে বসতে হয়েছিল ঘাসফুল শিবিরের নেতাদের। তবে স্বস্তি নেই পদ্ম শিবিরেও। টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন অনেক নেতা-নেত্রী। নন্দীগ্রাম-২ দক্ষিণ মণ্ডল কমিটির সহ সভাপতি, সাধারণ সম্পাদক, বর্ধিত কমিটির সদস্য, মহিলা শাখার সভানেত্রী সহ অনেকেই আছেন সেই তালিকায়। সাংগঠনিক জেলার নেতারা বোঝানোর চেষ্টা করেছিলেন, তবে তাতে খুব একটা লাভ হয়নি বলে সূত্রের খবর।

নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ-১ পঞ্চায়েতের পদ্মপুকুরপাড় এলাকার বাসিন্দা নিশীথবরণ বেরা বিজেপির মণ্ডল কমিটির সহ সভাপতি। দীর্ঘদিন ধরে বিজেপির সদস্য তিনি। তাঁর অভিযোগ, দলে গুরুত্ব হারাতে হয়েছে তাঁকে। পেশায় শিক্ষক হয়ে অপমান নাকি আর সহ্য করতে পারছেন না তিনি। একই অভিযোগ, নন্দীগ্রাম-২ দক্ষিণ মণ্ডল কমিটির নিতাই জানা, মহিলা মোর্চার সভানেত্রীরও। সূত্রের খবর, এই অভিযোগ নিয়ে তাঁরা নালিশ জানিয়েছেন বিজেপির জেলা সভাপতির কাছে।

সমস্যা সমাধানের জন্য বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পালকে দূত হিসেবে পাঠানো হয়েছিল। কিন্তু, তাতেও সমস্যা মেটেনি। আমদাবাদ-১ পঞ্চায়েতের নির্দল প্রার্থী হিসেবে ইতিমধ্যে এমন ১৪ জন মনোনয়ন জমা করেছেন। বিরুলিয়া পঞ্চায়েত এলাকাতেও একইভাবে পদ্ম শিবিরে অসন্তোষ বাড়ছে বলে শোনা যাচ্ছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে মূলত নন্দীগ্রাম-২ ব্লক থেকেই বিজেপির বেশি ভোট মিলেছিল। ২ নম্বর ব্লকে সংগঠন বেশি মজবুত বলেও মনে করেন গেরুয়া শিবিরের নেতারা। কিন্তু দু’বছরের মধ্যে কেন দলে এভাবে অসন্তোষ তৈরি হল, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

সূত্রের খবর, মণ্ডল সভাপতি অরূপ জানার সঙ্গে দলের একটা বড় অংশ মানিয়ে নিতে পারছে না। বিশেষত দলের পুরনো নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিজেপি নেতা প্রলয় পালের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন পুরনো নেতারা। তাঁদের দাবি, গুরুত্ব দিচ্ছেন না নব্য নেতারা। শুধু তাই নয়, তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগও উঠেছে অরূপ জানা, প্রলয় পালের বিরুদ্ধে। নিশীথবরণবাবু বলেন, “আমরা কখনও দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়ব, এটা কল্পনাও করতে পারিনি। কিন্তু, পরিস্থিতি আমাদের সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।” এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রলয় পাল বলেন, “কোণঠাসা করার কোনও প্রশ্ন নেই। অনেকেই প্রার্থী হতে চাইছেন। প্রত্যেকের দাবি মানা সম্ভব নয়। কেউ দলকে ভালবাসলে দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না।”

নন্দীগ্রাম দুই ব্লকের তৃণমূল সভাপতি অরুণাভ ভুঁইয়া বলেন, “বিজেপির ভিত যারা তৈরি করেছে, তাদের কাউকে প্রার্থী করা হচ্ছে না। দৃষ্কৃতীদের মনোনয়ন দিচ্ছে বিজেপি।” তাঁর দাবি, তৃণমূলের মধ্যে কোনও কোন্দল নেই। বিজেপির সঙ্গে  আঁতাতের অভিযোগও উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা।

 

Next Article