WB Panchayat Polls 2023: রাস্তার দুর্নীতি মামলায় কাঁথি থানায় সিবিআই

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 17, 2023 | 9:46 AM

WB Panchayat Polls 2023: হাইকোর্টের নির্দেশে রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। তেমনি এক মামলা হল কাঁথির রাস্তার কাজ নিয়ে সাংসদ তহবিলের টাকা ছয়নয় করার অভিযোগ। প্রথমে এই মামলার তদন্ত করছিল কাঁথি থানার পুলিশ।

WB Panchayat Polls 2023: রাস্তার দুর্নীতি মামলায় কাঁথি থানায় সিবিআই
কাঁথি থানা (ফাইল ছবি)

Follow Us

কাঁথি: শুভেন্দু অনুগামী রামচন্দ্র পণ্ডার রাস্তা দুর্নীতি মামলার তদন্তে কাঁথি থানায় সিবিআই কর্তারা। হাইকোর্টের নির্দেশে রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। তেমনি এক মামলা হল কাঁথির রাস্তার কাজ নিয়ে সাংসদ তহবিলের টাকা ছয়নয় করার অভিযোগ। প্রথমে এই মামলার তদন্ত করছিল কাঁথি থানার পুলিশ। অভিযোগ ওঠে, সাংসদ তবিলের টাকায় কাঁথি ১৪ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা না করেই, সেই ফান্ডের টাকা তুলে নেওয়া হয়েছে। অধিকারী পরিবার ঘনিষ্ঠ ঠিকাদার রামচন্দ্র পণ্ডাকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। তা নিয়ে শুরু হয় বিতর্ক। শেখ কুদ্দুস নামে এক ব্যক্তি কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ।পরবর্তীতে মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত।

প্রসঙ্গত, তৎকালীন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ঠিকাদার রামচন্দ্র পণ্ডাকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা ও রাস্তার কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে ঋতব্রতর বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ রামচন্দ্র পণ্ডাকে গ্রেফতার করে। পরে হাইকোর্টের নির্দেশের জামিন পেয়ে যান রামচন্দ্র পণ্ডা। জামিন পাওয়ার পর তিনিই আবার পুলিশের বিপক্ষে বিস্ফোরক দাবি করেন।

কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। নির্দেশকে মান্যতা দিয়ে এবার সেই সব তথ্য খতিয়ে দেখতে শুক্রবার কাঁথিতে সিবিআইয়ের প্রতিনিধি দল যায়। দুই সদস্য যুক্ত প্রতিনিধি দল শুক্রবার দুপুর ১টায় কাঁথি থানায় আসেন। টেন্ডার দুর্নীতি মামলায় তদন্তে কাঁথি থানার তদন্তকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। রাজ্য বনাম শুভেন্দু অনুগামী রামচন্দ্র পণ্ডা টেন্ডার মামলায় তদন্তে কেন্দ্রীয় এজেন্সি আসায় একটা চাঞ্চল্য তৈরি হল কাঁথিতে। কাঁথি থানার পুলিশের থেকে মামলা সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন তাঁরা। ইতিমধ্যে সমগ্ৰ ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন তৃণমূল ও বিজেপির মধ্যে।

শুক্রবার ৬-৭ ঘণ্টা কাঁথি থানায় ছিলেন সিবিআই তদন্তকারীরা। তথ্য সংগ্রহের পাশাপাশি পুলিশকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে সূত্রের খবর।

Next Article