নন্দীগ্রাম: কোথাও মদ বিলির অভিযোগ, কোথাও আবার ভোট নিতে মুরগি বিলির অভিযোগ। এবার ভোট (Panchayat Election 2023) শুরুর কয়েক ঘণ্টা আগে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। হাতেনাতে ধরা পড়ে গেলেন ওই বিজেপি (BJP) নেতা। যা নিয়ে জোর শোরগোল নন্দীগ্রামের দুই নম্বর ব্লক খোদামবাড়ি দুই নম্বর অঞ্চলের অন্তর্গত মনোহরপুর বুথে। অভিযোগ, এই বুথের বিজেপি নেতা নিমাই সাহু কাপড় ও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। তখনই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। দীর্ঘক্ষণ তাঁকে আটকেও রাখা হয়।
যদিও অভিযোগ উড়িয়েছে পদ্ম শিবির। এ প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলছেন, “এটা ভিত্তিহীন অভিযোগ। সবটাই তৃণমূলের চক্রান্ত। ওরা তো সেন্ট্রাল ফোর্স দেওয়ার নাম করে পুলিশ পাঠানো হয়েছে। আমাদের এখানে অনেক ব্লকে কোনও সেন্ট্রাল ফোর্স আসেনি। নির্বাচনের নামে প্রহসন চলছে।”
ঘটনায় কড়া প্রতিক্রিয়া এসেছে ঘাসফুল শিবিরের তরফে। বিজেপির বিরুদ্ধে কটাক্ষবাণ শানিয়ে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, “এটা তো অবাস্তব নয়। ওরা অনেকদিন থেকে এসব করছে। আজ হাতেনাতে ধরা পড়েছে। প্রশাসনিক তৎপরতার কারণে ধরা পড়েছে। আমাদের লোকেরাই ওর খোঁজ দিয়েছে। এবার আইন আইনের পথেই চলবে। এখন জনগণ তো দেখতে পারছে ওরা কীভাবে ভোটে জিততে চাইছে।”