নন্দীগ্রাম: সপ্তাহখানেকেই ভাঙল মান। শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে পৌঁছতেই ক্ষোভ ভুললেন নন্দীগ্রামে দলত্যাগী বিজেপি নেতা অশোক করণ। শনিবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর দলত্যাগী নেতা বললেন, “শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছি। রাগ-অভিমান থাকতেই পারে। শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।”
গত ২৯ ডিসেম্বর নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুই বিজেপি নেতা অশোক করণ এবং দেবাশিস দাস-সহ তাঁদের বেশ কয়েকজন সহকর্মী রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিজেপি ত্যাগ করেছিলেন। সেইসময় শুভেন্দু বলেছিলেন, দুই নেতার দল ছাড়ায় বিজেপির কোনও ক্ষতি হবে না।
আর এক সপ্তাহের মধ্যে শনিবার সন্ধ্যায় জামবাড়ি গ্রামে অশোক করণের বাড়িতে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা দুই দলত্যাগী নেতার সঙ্গে চলে বৈঠক।
বিরোধী দলনেতা চলে যাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক করণ এবং দেবাশিস দাস বলেন, “আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছি। রাগ-অভিমান থাকতেই পারে। শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।” দলত্যাগী ২ নেতার বাড়িতে শুভেন্দুর আসা নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।